Ravichandran Ashwin

কোহলির মতো প্রকাশ্যে স্ত্রীকে কখনও চুমু ছুড়ে দেননি! কেন, জানালেন ‘গম্ভীর’ অশ্বিন

ক্রিকেট মাঠে অশ্বিনের উচ্ছ্বাস সব সময়ই সীমিত ছিল। কোহলির মতো উচ্ছ্বাস প্রকাশ করতে তাঁকে কখনও দেখা যায়নি। নিজের সাফল্যের ক্ষেত্রেও মাত্রা ছাড়াননি কখনও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২২:২৭
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতীয় দলের অন্য সদস্যদের মতো প্রকাশ্যে স্ত্রীর উদ্দেশে চুমু ছুড়ে দিতে রাজি নন রবিচন্দ্রন অশ্বিন। এ ব্যাপারে নিজেকে কিছুটা রক্ষণশীল বলেছেন সদ্য অবসর নেওয়া অফস্পিনার। ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার মাইক আর্থারটন এবং নাসের হুসেনের সঙ্গে নিজের বই নিয়ে কথা বলার সময় এমনই জানিয়েছেন অশ্বিন।

Advertisement

গত জুলাইয়ে প্রকাশিত হয়েছে অশ্বিনের আত্মকথা। বইটি পড়লে ক্রিকেটার এবং ব্যক্তি অশ্বিনের ভাবনা, দর্শন সম্পর্কে ক্রিকেটপ্রেমীরা আরও ভাল জানতে পারবেন বলে আশা তাঁর। তিনি বলেছেন, ‘‘চাই মানুষ জানুক আসলে কেমন আমি। অনেক সময় আমি উইকেট পেলে বিরাট কোহলি উচ্ছ্বাসে লাফালাফি করেছে। আমি হয়তো ততটাও করিনি। তা দেখে হয়তো অনেকের মনে হয়েছে, অশ্বিন খুব গম্ভীর ধরনের আর কোহলি উচ্ছ্বল প্রকৃতির। অনেকে জিজ্ঞেসও করেছেন, আমি খুব গম্ভীর মানুষ কিনা।’’ সত্যিই কি তাই? অশ্বিন বলেছেন, ‘‘না, আমি এক দমই গম্ভীর প্রকৃতির নই। কখনও ছিলামও না। আবার খুব আগ্রাসী নই। কিছুটা সংযত বলা যায়। আসলে যখন কেউ আমার হাতে বল তুলে দিত, তখন সব সময় ভাবতাম দেশকে কী ভাবে টেস্ট জেতাতে পারি। মাথায় শুধু একটাই ভাবনা থাকত। নিজেকে একটা পদ্ধতির মধ্যে রাখতে চাইতাম।’’

কোহলিকে যেমন শতরানের পর স্ত্রী অনুষ্কা শর্মার উদ্দেশে প্রকাশ্যে চুমু ছুড়ে দিতে দেখা যায়, অশ্বিনের ক্ষেত্রে তেমন কখনও দেখা যায়নি। এ নিয়ে সদ্য অবসর নেওয়া ক্রিকেটার বলেছেন, ‘‘পাঁচ উইকেট নেওয়ার পর বা ভাল ইনিংস খেলে সাজঘর বা গ্যালারিতে বসে থাকা স্ত্রীর দিকে চুমু ছুড়ে দিইনি কখনও। আসলে আমি কেমন বা আমার অনুভূতিগুলো কেমন সেগুলো মানুষকে জানানোর জন্যই এই বইটা।’’ অশ্বিনের মতে, ক্রিকেট মাঠে কখনও ব্যক্তি অশ্বিনকে তুলে ধরেনি। সেখানে মানুষ তাঁকে মূলত ক্রিকেটার হিসাবেই দেখেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement