Sheikh Abdul Rashid

সন্ত্রাসে অভিযুক্ত কাশ্মীরি সাংসদ রশিদের স্থায়ী জামিনের আর্জি খারিজ করে দিল আদালত

গত সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আগে দিল্লি হাই কোর্ট রশিদের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল। মেয়াদ শেষের পরে তিহাড় জেলে ফেরত যান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২২:২৬
Share:

সাংসদ আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ। —ফাইল ছবি।

লোকসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য জুলাই মাসে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ অনুমতি পেয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটপর্ব শুরুর ঠিক আগে দিল্লি হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল। কিন্তু মঙ্গলবার বারামুলার নির্দল সাংসদ তথা ‘আওয়ামি ইত্তেহাদ পার্টি’র প্রতিষ্ঠাতা-প্রধান আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের স্থায়ী জামিনের আবেদন খারিজ দিল্লির নিম্ন আদালত।

Advertisement

২০১৯ সাল থেকে রশিদ এনআইএ-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে। সেই মামলায় দিল্লি হাই কোর্ট অন্তর্বর্তী জামিনে মুক্তি দিলেও দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক চন্দ্রজিৎ সিংহ রশিদের স্থায়ী জামিনের আবেদন পত্রপাঠ খারিজ করে দেন। বিচারক বলেন, ‘‘বর্তমান প্রেক্ষিতে এই মামলায় স্থায়ী জামিনের আবেদন নিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারব না।’’ জম্মু ও কাশ্মীরের ভোট শেষের পরে অক্টোবর অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষের পর রশিদ ফেরত গিয়েছিলেন তিহাড়ে।

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর জেলা আদালত রশিদের স্থায়ী জামিনের আবেদনটি এনআইএর সুপারিশে অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে পাঠিয়েছিল। ২০১৭ সালে ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে’ (ইউএপিএ) রশিদকে গ্রেফতার করেছিল। তাৎপর্যপূর্ণ ভাবে সেপ্টেম্বরে এনআইএ দিল্লি হাই কোর্টে রশিদের অন্তর্বর্তী জামিনের আবেদনের বিরোধিতা করেনি। এ বারও এনআইএর সুপারিশেই দায়রা আদালতে গিয়েছিল তাঁর আবেদন। কিন্তু বাদ সাধলেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement