Kolkata Metro Trail Run

শিয়ালদহ-এসপ্ল্যানেড লাইনে পরীক্ষামূলক ভাবে চলল মেট্রো, যাত্রীবহনের ‘সবুজ’-সঙ্কেত কবে?

মঙ্গলবারের ট্রায়াল রানের লক্ষ্যই ছিল, ওই রুটে মেট্রো চালাতে যে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল, সেই মানদণ্ড পূরণ হয়েছে কি না, তা দেখা। একটি মেট্রো নিরাপদে ওই রুটে চলতে পারে কি না, তা-ও দেখা হয় মঙ্গলবারের ট্রায়াল রানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:০০
Share:

শিয়ালদহ- এসপ্ল্যানেডেরর মধ্যে প্রথম বার পরীক্ষামূলক ভাবে ছুটল মেট্রো। —নিজস্ব চিত্র।

১১ মিনিটে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পৌঁছে গেল মেট্রো। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড— আড়াই কিলোমিটারের বেশি পথে প্রথম বার পরীক্ষামূলক ভাবে ট্রেন চালালেন (ট্রায়াল রান) কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ট্রায়াল রান সফল ভাবেই সম্পন্ন হয়েছে, দাবি তাঁদের। এই রুটে মেট্রো চালু হলে এক বারেই পৌঁছে যাওয়া যাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (গ্রিন লাইন)।

Advertisement

মঙ্গলবারের ট্রায়াল রানের লক্ষ্যই ছিল, ওই রুটে মেট্রো চালাতে যে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল, সেই মানদণ্ড পূরণ হয়েছে কি না, তা দেখা। একটি মেট্রো নিরাপদে ওই রুটে চলতে পারে কি না, তা-ও দেখা হয় মঙ্গলবারের ট্রায়াল রানে। কর্তৃপক্ষের দাবি, সব মাপকাঠিই পূরণ হয়েছে। মঙ্গলবার প্রথম ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জিএম পি উদয়কুমার রেড্ডি-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা।

মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে সকাল ১১টা ২০ মিনিট নাগাদ শুরু হয় ট্রায়াল রান। সেই মেট্রো এসপ্ল্যানেড পৌঁছয় ১১টা ৩১ মিনিট নাগাদ। ট্রায়াল রান শেষে উদয়কুমার সকলকে শুভেচ্ছা জানান। পরে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল) এবং অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রথম ট্রায়াল রান সফল হওয়ায় এই রুটে মেট্রো চালুর বিষয়ে আশাবাদী সকলেই। খুব শীঘ্রই শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা শুরু হয়ে যাবে, আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নীচ দিয়ে যাবে, সেখানে দু’টি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ শিয়ালদহমুখী সুড়ঙ্গের কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। লাইন পাতাও শেষ। ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালি রেক প্রায়ই যাতায়াত করে। কিন্তু বিপত্তি ঘটে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বৌবাজারের কাছে। ২০১৯ সালে অগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বৌবাজার এলাকায়। তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। নির্মীয়মাণ ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য ৪০ মিটার। ২০২২ সালের মে এবং অক্টোবরে ওই অংশ কাজ করার সময় দফায় দফায় কাজ বন্ধ করতে হয়। জল ঢুকে পড়ে সুড়ঙ্গের মধ্যে। বার বার বিপত্তির কারণে এত দিনেও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে জুড়লেই হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement