Congress Protest

ভাগবত-মন্তব্যের প্রতিবাদে কংগ্রেস

কলকাতায় হাতিবাগান মোড়ে বিক্ষোভ এবং দক্ষিণ কলকাতায় এলগিন রোড মোড় থেকে সুভাষচন্দ্র বসুর বাসভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৮:০০
Share:

মোহন ভাগবতের মন্তব্যের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। এলগিন রোড। —নিজস্ব চিত্র।

অযোধ্যায় রামমন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন, অর্থাৎ ২২ জানুয়ারি ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদে শহরে আবার পথে নামল কংগ্রেস। রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক ও মহকুমায় কংগ্রেস যে প্রতিবাদের ডাক দিয়েছিল, তারই অঙ্গ হিসেবে উত্তর কলকাতায় হাতিবাগান মোড়ে বিক্ষোভ এবং দক্ষিণ কলকাতায় এলগিন রোড মোড় থেকে সুভাষচন্দ্র বসুর বাসভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। কংগ্রেস নেতৃত্ব ‘দেশদ্রোহী’ মন্তব্যের জন্য ভাগবতকে গ্রেফতার করারও দাবি জানিয়েছেন। দুই বিক্ষোভেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের বাংলার সহ-পর্যবেক্ষক তথা এআইসিসি-র সম্পাদক অম্বা প্রসাদ প্রমুখ। উত্তর কলকাতার কর্মসূচিতে জেলা সভাপতি রানা রায়চৌধুরী, সুমন রায়চৌধুরী, তাপস সিংহ, স্বরূপ বসু-সহ অন্যেরা এবং দক্ষিণ কলকাতায় ছিলেন জেলা সভাপতি প্রদীপ প্রসাদ, অমিতাভ চক্রবর্তীরা।

Advertisement

মোহন ভাগবতের মন্তব্যের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। হাতিবাগান। —নিজস্ব চিত্র।

প্রসঙ্গত, ইন্দোরের একটি জনসভায় ভাগবতের ওই মন্তব্যের পরেই সরব হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্য বিরোধীরা। যদিও বিতর্কের মুখে সঙ্ঘের দাবি ছিল, দিনটিকে প্রত্যেক দেশবাসীর আত্মজাগরণের দিন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন ভাগবত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement