RG Kar Case Verdict

বিচারের দাবিতে পথে এসইউসি

হেদুয়া থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে শিক্ষক, ডাক্তার, শ্রমিক, চাষি, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ যোগ দিয়েছিলেন। ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৮:০১
Share:

বিচারের দাবিতে এসইউসি-র মিছিল। হেদুয়া থেকে ধর্মতলার পথে। —নিজস্ব চিত্র।

লেনিনের প্রয়াণ দিবসে এবং আর জি কর-কাণ্ডের বিচার-সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার পথে নামল এসইউসি। হেদুয়া থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে শিক্ষক, ডাক্তার, শ্রমিক, চাষি, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ যোগ দিয়েছিলেন। ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। মিছিলে হেঁটেছেন এসইউসি-র সাধারণ সম্পাদক, প্রবীণ নেতা প্রভাস ঘোষও। মিছিলের শুরুতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের অভিযোগ, “কেন্দ্র-রাজ্যের যোগসাজশে বিচারের নামে কার্যত প্রহসন হল।” আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে চলমান আন্দোলনকে আরও ছড়িয়ে দিতে মার্চের শেষ সপ্তাহে জেলাভিত্তিক বিক্ষোভেরও ডাক দিয়েছেন নেতৃত্ব। এই সূত্রেই প্রভাসের বক্তব্য, “দোষীদের গ্রেফতার, শাস্তি-সহ জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে বৃহত্তর আন্দোলনের সূচনা হল। আরও ব্যাপক আকারে আন্দোলন গড়ে তোলা হবে।” শিক্ষা, স্বাস্থ্য-সহ নানা ক্ষেত্রে বেসরকারি পুঁজির প্রবেশ, বিদ্যুৎ পরিষেবায় স্মার্ট মিটার, চাষির ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার মতো বিভিন্ন বিষয়ের বিরোধিতা করে সরব হয়েছেন এসইউসি নেতৃত্ব। দাবি জানানো হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-মাসুল কমানো, কেন্দ্রের নতুন শিক্ষানীতি বাতিলেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement