রঘুরাম রাজন। —ফাইল চিত্র।
দেশে চাহিদা বাড়াতে কর্মসংস্থান বৃদ্ধির প্রয়োজনীয়তায় জোর দিলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আজ ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের এক আলোচনাচক্রে তাঁর বক্তব্য, পরিকাঠামো ক্ষেত্রে মোদী সরকার অনেক ভাল কাজ করেছে। এ বার অবিলম্বে কাজের বাজারকে চাঙ্গা করা দরকার। আসন্ন বাজেটে তেমন কিছু জোরালো পদক্ষেপ করা হবে বলেও আশা তাঁর। রাজনের বার্তাকে কেন্দ্রের উদ্দেশে কৌশলী সমালোচনা হিসেবেই দেখতে চাইছে সংশ্লিষ্ট মহল।
আজ ফের কেন্দ্রের আর্থিক নীতিকে কাঠগড়ায় তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, প্রত্যেকের উন্নতি হলে ও শ্রমিকদের আয় বাড়লে বলা যাবে সত্যিই দেশের উন্নতি হয়েছে। এক্স-এ তিনি লেখেন, ‘‘মোদীজি-র উন্নত ভারতের সত্যিটা হল: আপনার পরিশ্রম, কার লাভ? দেশে অর্থনীতির চাকা ঘুরছে আপনার ঘাম ও রক্তে, কিন্তু আপনি কি তার ভাগ পাচ্ছেন?
একটু ভাবুন।’’ বিজেপি যদিও রাহুলের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে।
রাজনের বার্তা, ভারতের জিডিপি ৬% হারে এগোচ্ছে। যা ইতিবাচক। কিন্তু মাথাপিছু আয়ের দ্রুত বৃদ্ধি জরুরি। বাজেটে নিশ্চয়ই ভাল কিছু দেখা যাবে। ডলারের নিরিখে টাকার টানা পতন ঘিরেও রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। এই প্রসঙ্গে অবশ্য কেন্দ্রের পাশে রাজন। তাঁর বক্তব্য, টাকা পড়ছে ডলার শক্তিশালী হওয়ায়। স্থানীয় মুদ্রার ভূমিকা নেই। বহু উন্নয়নশীল দেশের একই অভিজ্ঞতা। এমনকি, শীর্ষ ব্যাঙ্কের হস্তক্ষেপের মাধ্যমে পতন ঠেকানোর যুক্তিও উড়িয়েছেন তিনি।