Calcutta High Court

অভিষেককে শহিদ মিনারে সভার অনুমতি কী করে? ডিএ আন্দোলনকারীদের আপত্তি শুনবে হাই কোর্ট

ডিএ আন্দোলনকারীদের আইনজীবী প্রশ্ন তোলেন, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মামলা গ্রহণ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১১:২২
Share:

অভিষেকের সভার বিরোধিতা করে হাই কোর্টে গেলেন ডিএ আন্দোলনকারীরা। ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশ। বুধবার ধর্মতলায় শহিদ মিনারে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ রয়েছে। ওই সভার মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ মিনারেই ডিএ-র দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। ওই সভার বিরোধিতা করে মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা।

Advertisement

তাঁদের বক্তব্য, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুপুর ২টো নাগাদ শুনানির সম্ভাবনা।

Advertisement

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। গত শনিবার ৪৪ দিনের মাথায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ডিএ আন্দোলনকারীরা। তবে আন্দোলন জারি রেখেছেন তাঁরা। বুধবার শহিদ মিনার চত্বরে যুব তৃণমূলের সমাবেশ রয়েছে। সে-দিন তাঁরা সেখানেই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণ-অবস্থান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে সেখানে অভিষেকের সভার বিরোধিতা জানালেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement