BJP Rally

সভার অনুমতি চেয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ বিজেপি, এ বারেও মেলেনি পুলিশের ছাড়পত্র

ধর্মতলার পর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করতে চেয়ে আবেদন করেছিল বিজেপি। কিন্তু সেখানেও পুলিশের অনুমতি মেলেনি। ফলে বিজেপি আবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৫:৩৮
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

ধর্মতলার পর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করতে চায় বিজেপি। তবে এ ক্ষেত্রেও মেলেনি পুলিশের অনুমতি। তাই আবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীরা। বৃহস্পতিবার সভার অনুমতি চেয়ে হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি।

Advertisement

আগামী ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করতে চায় বিজেপি। সেই সভায় উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা স্বয়ং। বিজেপির দাবি, তারা সভার কথা জানিয়ে পুলিশের কাছে আবেদন করেছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। অগত্যা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতৃত্ব। তাঁরাই সভার আয়োজক। আগামী শুক্রবার হাই কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ধর্মতলায় যেখানে প্রতি বছর ২১ জুলাই রাজ্যের শাসকদল তৃণমূল শহিদ দিবসের সভা করে, বুধবার ঠিক সেই জায়গায় সমাবেশের আয়োজন করেছিল বিজেপি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভা নিয়েও টানাপড়েন চলে বিস্তর। জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। প্রথমে ধর্মতলায় সভার জন্যে বিজেপি পুলিশের অনুমতি পায়নি।

Advertisement

হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ ধর্মতলায় বিজেপির সভার অনুমতি দেয়। তবু নাছোড়বান্দা মনোভাব নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ডিভিশন বেঞ্চের নির্দেশও বিজেপির পক্ষেই যায়। হাই কোর্ট প্রশ্ন তোলে, ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা হতে পারলে অন্য দল কেন সেখানে রাজনৈতিক সমাবেশ করতে পারবে না? ধর্মতলার সভাকে কেন্দ্র করে হাই কোর্টে মুখ পুড়েছে শাসকদলের। তার পরেও বিজেপিকে খেজুরিতে সভা করার অনুমতি দিল না পুলিশ। আবার তারা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। উচ্চ আদালত কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement