Bappaditya Dasgupta

বাপ্পাদিত্যের বাড়ি ছাড়ল সিবিআই, কী কী নিয়ে গেল? নিজেই জানালেন পার্থ-‘ঘনিষ্ঠ’ কাউন্সিলর

প্রায় সওয়া পাঁচ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় গোয়েন্দারা বেরোলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়ি থেকে। সঙ্গে নিয়ে গেলেন বেশ কিছু নথিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৪:৫০
Share:

বাপ্পাদিত্য দাশগুপ্ত। —ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে পৌঁছেছিল সিবিআই। তার প্রায় সওয়া পাঁচ ঘণ্টা পর কেন্দ্রীয় গোয়েন্দাদের ওই দলটি বেরোল বাপ্পাদিত্যের বাড়ি থেকে। তদন্তকারীরা সঙ্গে নিয়ে গিয়েছেন বেশ কিছু নথিও। বাড়ি থেকে সিবিআই বেরিয়ে যাওয়ার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাপ্পাদিত্য। তিনি জানান, দু’টি ব্যাঙ্কের স্টেটমেন্ট, একটি মোবাইল ফোন এবং কয়েক জনের বায়োডেটা নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement

পাটুলি, বৈষ্ণবঘাটা অঞ্চলের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যের বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুর সওয়া ২টো নাগাদ বেরিয়ে যায় সিবিআই। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাপ্পাদিত্য। তিনি জানান, তাঁর আয়কর রিটার্ন দেখতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। তবে তা নিয়ে যাননি তাঁরা। মোবাইল ছাড়া অন্য কোনও ডিভাইসও নেওয়া হয়নি বলে দাবি তাঁর।

বাপ্পাদিত্যের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে জেলবন্দি তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার কথা স্থানীয়েরা জানেন। বাপ্পাদিত্য জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তাঁকে পার্থ সংক্রান্ত ব্যক্তিগত প্রশ্ন করেছেন। কবে থেকে পার্থের সঙ্গে পরিচয় ইত্যাদি বিষয় জানতে চেয়েছেন। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা বা ওই সংক্রান্ত বিষয়ে তাঁকে গোয়েন্দারা প্রশ্ন করা হয়েছে কি না জানতে চাওয়ায় বাপ্পা স্পষ্ট বলেন, ‘‘ওই সব দিকেই যাননি সিবিআই অফিসারেরা।’’ তিনি আরও বলেন, ‘‘সিবিআই আধিকারিকদের শরীরী ভাষা দেখে মনে হয়েছে, ওঁরা আমার ভূমিকায় সন্তুষ্ট। ওঁরা আমায় বলেছেন, তদন্তের স্বার্থে আমার সহযোগিতা প্রয়োজন হতে পারে। আমি জানিয়েছি, সব সময় আমি তদন্তে সহযোগিতা করব।’’

Advertisement

বাপ্পাদিত্যের বাড়ি থেকে কাদের বায়োডেটা মিলল? কলকাতা পুরসভায় বিভিন্ন বিভাগে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করেন, তেমনই কয়েক জনের বায়োডেটা তদন্তকারীরা নিয়ে গিয়েছেন বলে দাবি বাপ্পাদিত্যের। তিনি বলেন, ‘‘বেশ কয়েক জন এইট পাশ ব্যক্তির বায়োডেটা ছিল। যেমন কাউন্সিলরদের কাছে থাকে। পুরসভার স্বাস্থ্য বিভাগ-সহ বিভিন্ন বিভাগে চুক্তিভিত্তিক লোক নিয়োগ হয়। কাউন্সিলরেরা করে থাকেন। তেমনই কয়েকটি বায়োডেটা ওঁরা নিয়ে গিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement