Sexual Assault

চকোলেট কিনতে গিয়ে ১২ বছরের মেয়ে ‘ধর্ষিত’ সিউড়িতে! মুদি দোকানের মালিকের খোঁজে পুলিশ

বুধবার সকালে এই কথা জানাজানি হওয়ায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দোকানটিতে ভাঙচুর চালান স্থানীয়েরা। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:৩১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

চকোলেট কিনতে গিয়ে ‘ধর্ষিতা’ এক নাবালিকা। নাম জড়াল মুদি দোকানের মালিকের। বুধবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য বীরভূমের সিউড়ি থানার একটি বাজার। ক্ষোভে মুদি দোকানে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। তাঁর দাদাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি মুদি দোকানে গিয়েছিল ১২ বছরের কিশোরী। চকোলেট কিনে বাড়ি ফিরছিল সে। কিন্তু দোকানদার তাকে ডাকে। মেয়েটি দোকানে গেলে তাকে ভিতরে যেতে বলেন ওই দোকানদার। অভিযোগ, তার পর ধর্ষণ করা হয় মেয়েটিকে। পরে নাবালিকাকে উদ্ধার করেন মুদি দোকানীর এক প্রতিবেশী। তিনি-ই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার সঙ্গে সব কথা জানান বাবা-মাকে। মেয়েটিও কান্নাকাটি করে সব কথা বলে। কিন্তু ওই দোকানদারের আর খোঁজ মেলেনি।

বুধবার সকালে এই কথা জানাজানি হওয়ায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দোকানটিতে ভাঙচুর চালান স্থানীয়েরা। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পাশাপাশি দোকানদারের পরিবারের এক সদস্যকে আটক করা হয়েছে। যে মহিলা মেয়েটিকে দোকান থেকে উদ্ধার করেছিলেন, তিনি বলেন, ‘‘আমি বাড়ির জানলার সামনে দাঁড়িয়ে ছিলাম। সামনেই মুদি দোকান। একটি বাচ্চা মেয়ে দোকানে কিছু কিনতে এসেছিল। ও জিনিস কিনে চলেও যাচ্ছিল। হঠাৎ দোকানদার ওকে পিছু ডাকল। ও ঘুরে দাঁড়াল। দোকানে যেতেই একটা ঘরে ঢুকিয়ে নিল মেয়েটাকে। আমি অনেক ক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করি। কিন্তু মেয়েটিকে বাড়ি থেকে বেরোতে দেখিনি। তার পর স্বামীকে ঘটনাটা বলি।’’ ওই মহিলা আরও জানিয়েছেন, পরে তিনি দোকানদারের কাছে গিয়ে মেয়েটি কোথায় জানতে চাইলে তিনি সদুত্তর দেননি। পরে জানান, মেয়েটি বাবার খোঁজে তাঁর কাছে গিয়েছিল। দোকানদারের কথা বিশ্বাসযোগ্য মনে হয়নি মহিলার। বেশ কিছু ক্ষণ পর মেয়েটিকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান তিনি। খবর দেওয়া হয় পুলিশকে।

Advertisement

অভিযুক্ত ব্যক্তির দাদাকে আটক করা হয়েছে। তবে দোকানদার পলাতক। তাঁর খোঁজ চলাচ্ছে সিউড়ি থানার পুলিশ। অন্য দিকে, ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement