Accident

কয়লা কুড়োতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার

তাঁরা কোলিয়ারি চত্বরে মৃতের ছেলের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অণ্ডাল শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৬:২৭
Share:

নিজস্ব চিত্র

কোলিয়ারিতে কয়লা কুড়োতে এসে মৃত্যু হল মহিলার। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানার কাজোড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এলাকার পড়াশকোল কোলিয়ারির ৬ নম্বর পিটের কয়লা পরিবহন স্থলে কয়লা কুড়াতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বছর পঞ্চাশের সন্মনি মেজেনের। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন ওই মহিলার আত্মীয় ও এলাকার বাসিন্দারা।

Advertisement

তাঁরা কোলিয়ারি চত্বরে মৃতের ছেলের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসে অণ্ডাল থানার পুলিশ। পুলিশের সামনেই বিক্ষোভকারীরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যান। প্রায় ঘণ্টাখানেক পর কয়লা খনি কর্তৃপক্ষ মৃতের ছেলেকে অস্থায়ী চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Advertisement

কোলিয়ারির এরকম জায়গাগুলিতে স্থানীয় বাসিন্দারা ভোরবেলা থেকেই কয়লা কুড়িয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। শুক্রবার যে ট্রাকের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়, সেটি পিছনের দিকে যাচ্ছিল। সেই সময় দেখতে না পেয়ে চালক পিষে দেন ওই মহিলাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement