Viral Video

বিকল রোলার কোস্টার, মাঝ আকাশে উল্টো ঝুলে আরোহীরা! প্রকাশ্যে ভয় ধরানো ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শূন্যে গিয়ে বিকল হয়ে গিয়েছে একটি রোলার কোস্টার। আরোহীরা মাঝ আকাশে ঝুলছেন। সেটি এমন ভাবেই বিকল হয়েছে যে, যাত্রীদের মাথা নীচের দিকে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৫০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

হায়দরাবাদের প্রদর্শনী প্রাঙ্গণে রোলার কোস্টার বিকল হয়ে বিপত্তি। শূন্যে উল্টো হয়ে ঝুলে থাকতে হল বেশ কয়েক জন আরোহীকে। প্রায় আধ ঘণ্টা ওই ভাবে ঝুলে ছিলেন তাঁরা। হায়দরাবাদের ‘নুমাইশ’ প্রদর্শনী প্রাঙ্গণে গত ১৬ জানুয়ারি ঘটনাটি ঘটে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শূন্যে গিয়ে বিকল হয়ে গিয়েছে একটি রোলার কোস্টার। আরোহীরা মাঝ আকাশে ঝুলছেন। সেটি এমন ভাবেই বিকল হয়েছে যে, যাত্রীদের মাথা নীচের দিকে রয়েছে। অন্য দিকে, বেশ কয়েক জন রোলার কোস্টারে চেপে সেটি মেরামতের চেষ্টা করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোলার কোস্টারটির ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার কারণেই নাকি ওই বিপত্তি ঘটে। প্রায় ৩০ মিনিট বিপজ্জনক ভাবে মাঝ আকাশে ঝুলতে থাকেন আরোহীরা। সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তাঁরা। সংবাদমাধ্যম ‘সিয়াসত ডেলি’কে প্রদর্শনী প্রাঙ্গণের এক কর্তা বলেছেন, ‘‘রোলার কোস্টারটি পরীক্ষামূলক ভাবে চালানোর সময় সেটির ব্যাটারিতে সমস্যা দেখা দেয়। শূন্যে ঝুলে যায় রোলার কোস্টারটি। প্রযুক্তিবিদেরা দ্রুত ব্যাটারি প্রতিস্থাপন করেন। আরোহীদেরও উদ্ধার করা হয়।’’ তবে আধ ঘণ্টা ধরে যাত্রীদের শূন্যে ঝুলে থাকার কথা উড়িয়ে দিয়েছেন ‘নুমাইশ’ প্রদর্শনী প্রাঙ্গণের সেক্রেটারি সুরেন্দর রেড্ডি। তাঁর দাবি, পাঁচ মিনিটের মধ্যেই রোলার কোস্টারটিকে ঠিক করা হয়েছিল।

Advertisement

ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক হইচই পড়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement