উদ্ধার হওয়া অস্ত্র। — নিজস্ব চিত্র।
পঞ্চায়েত ভোটের আগে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে তিন দুস্কৃতীকে। উদ্ধার হয়েছে তিনটি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ। ধৃতদের এক জনের বাড়ি বিহার এবং অন্য দু’জন মুর্শিদাবাদের বাসিন্দা।
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে রাত ১১টা নাগাদ কাটোয়া রেল স্টেশনে জিআরপিকে সঙ্গে নিয়ে তিন জনকে আটক করে এসটিএফ। পরে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম কওসর শেখ। তিনি মুর্শিদাবাদের নওদার বাসিন্দা। ধৃত সুদীপ খাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। এ ছাড়া অপর ধৃত সিরিয়াল মণ্ডল বিহারের বাসিন্দা। তাঁদের কাছে পাওয়া গিয়েছে তিনটি পিস্তল, ছ’টি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড কার্তুজ।
ধৃতরা ওই অস্ত্র কী উদ্দেশ্যে নিয়ে ঘুরছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।