নিজস্ব চিত্র।
ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে অজয় নদের বাঁধে ফাটল। আউশগ্রামের ভেদিয়ার বুধরা গ্রামের কাছে একটি বাঁধে ফাটল দেখা গিয়েছে। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। নদের জলস্তর বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত ওই অংশ মেরামত করে দেওয়া হবে।
ঝাড়খণ্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে শুক্রবার ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়। শনিবার দুপুরে ফের শিকাটিয়া ব্যারেজ থেকে ১৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেলেই আউশগ্রামের নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক করা হয়েছিল।
ওই এলাকার বিডিও গোপাল চট্টোপাধ্যায় জানান, ‘‘ভেদিয়ায় নদীবাঁধের ওই অংশ দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।’’