প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফাইল চিত্র।
কলকাতা ও হাওড়ার পুরভোটে একক ভাবে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সঙ্গে কলকাতায় তাঁদের দখলে থাকা ২৯ এবং ৪৫ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলরকেই ভোটে দাঁড় করানোর ঘোষণা করেছেন তিনি। রবিবার আরও এক কদম এগিয়ে সব আসনে প্রার্থীদের নাম ঘোষণার কথা জানিয়ে দিল কংগ্রেস। বিজ্ঞপ্তি জারি করে কংগ্রেস জানিয়েছে, গতকাল ২০ নভেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বিধান ভবনে একটি একটি সাংবাদিক সম্মেলনে কলকাতার দু'টি পুরসভা আসনে কংগ্রেস প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ৪৫ ও ২৯ নম্বর ওয়ার্ড থেকে জাতীয় কংগ্রেস প্রার্থী যথাক্রমে সন্তোষ পাঠক ও প্রকাশ উপাধ্যায়।
ওই বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, দু'জনেই ওই দুই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। অন্যান্য কোন কোন আসনে জাতীয় কংগ্রেস লড়াই করবে এবং সেই মোতাবেক প্রার্থী্দের নাম অতি শীঘ্রই ঘোষণা করা হবে। শনিবার বিধান ভবনে কলকাতা ও হাওড়ার নেতাদের বৈঠক করে প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি, প্রস্তুতির নির্দেশ দিয়েছেন অধীর। সাংবাদিক বৈঠকে কার্যত বুঝিয়ে দিয়েছেন, কলকাতা ও হাওড়ার পুরভোটে জোটের ভাবনায় নেই বিধান ভবন। আর রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই দুই পুরসভার সব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস নেতৃত্ব জোটের ক্ষীণ সম্ভাবনাও খারিজ করে দিলেন। তবে রাজ্যের আগামী পুরভোটগুলিতে জোট সিদ্ধান্ত ঠিক করতে জেলা নেতৃত্বের ওপরেই দায়িত্ব দিয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা।