বিজেপি বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চান দীপঙ্কর ভট্টাচার্য। — ফাইল চিত্র
বিজেপি-কে হঠাতে আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের সর্বাত্মক জোট চান সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বিরোধী ঐক্য গড়ে তোলার সেই প্রক্রিয়ায় ‘এ রাজ্যের শক্তিশালী দল’ তৃণমূলের হাত ধরতেও তাঁর আপত্তি নেই বলে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন তিনি।
বিজেপি-র বিরুদ্ধে বিরোধীদের সর্বাত্মক জোট— এমন রণকৌশলের পক্ষে সওয়াল করেছেন দীপঙ্কর। সে ক্ষেত্রে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে জোট হবে কি না সেই প্রসঙ্গে সিপিআইএমএল লিবারেশনের এই শীর্ষ নেতা বলেন, বিজেপি-র বিরুদ্ধে ‘‘সর্বভারতীয় ক্ষেত্রে একটা ব্যাপকতম জোট দরকার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক জন শক্তিশালী নেতা। তৃণমূল একটা শক্তিশালী দল।’’
গোয়া, ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে সংগঠন গড়ে তোলার জোরদার চেষ্টা চালাচ্ছে জোড়াফুল শিবির। তাতে বেশ কিছুটা সাফল্যও এসেছে। সে বিষয়ে কিছুটা কটাক্ষের সুরে দীপঙ্করের মন্তব্য, ‘‘উনি দেখলাম গোয়াতে গিয়ে মাছ-টাছ কিনছিলেন। তাতে কিছু হবে কি না জানি না।’’ তবে এরই পাশাপাশি এ রাজ্যে তৃণমূল যে বিপুল ক্ষমতাশালী দল সে কথাও ফের এক বার স্মরণ করিয়ে দিয়েছেন দীপঙ্কর। তিনি বলেন, ‘‘আমার কাছে তৃণমূল সর্বভারতীয় দল না হলেও, পশ্চিমবাংলায় যেটা করছে সেটা যথেষ্ট। এর পরে ত্রিপুরা বা অসমে কিছু হলে সেটা বাড়তি। তৃণমূল গুরুত্বপূর্ণ দল। তাই বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে ওদের সঙ্গে জোট বাঁধতে আমাদের কোনও আপত্তি নেই।’’ তাঁর কাছে বিজেপি-ই এক মাত্র রাজনৈতিক ‘শত্রু’। দীপঙ্করের মতে, ‘‘নরেন্দ্র মোদীর এই সরকার দেশের জন্য বিপর্যয়। ২০২৪-এ সেই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা দরকার।’’
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। মমতার ঝুঁকি নেওয়ার প্রবণতার উল্লেখ করে তার প্রশংসাও করেছেন দীপঙ্কর।