Aariz Aftab

মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব অবসরে, ‘রাজ্য নাম না পাঠানোয়’ উত্তরসূরি মনোনয়ন ঝুলে

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের সিইও হিসাবে দায়িত্ব নিয়েছিলেন আরিজ আফতাব। ২০১৯, ২০২৪ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালের বিধানসভা ভোট পরিচালনা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১
Share:

আরিজ আফতাব। —ফাইল চিত্র।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পদের জন্য নবান্নের প্যানেল গেল না নির্বাচন কমিশনে। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সিইও হিসাবে কোনও নাম পাঠায়নি নবান্ন। মঙ্গলবার রাজ্যের সিইও পদ থেকে অবসর নিয়েছেন আরিজ আফতাব। কিন্তু এখনও তাঁর উত্তরসূরি মনোনীত হল না।

Advertisement

কিন্তু ওই পদে নতুন কাকে বসানো হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী, সিইও পদের জন্য রাজ্যকে এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে এক জনকে সিইও হিসাবে বেছে নেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একটি সূত্র জানাচ্ছে, অতীতে কখনওই এমনটা হয়নি যে সিইও পদের জন্য সময়মতো প্যানেল পাঠানো হয়নি নবান্নের তরফে।

কমিশন সূত্রে খবর, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে কমিশন। তার পরে রাজ্য প্যানেল না-পাঠালে মুখ্যসচিবকে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশ দিতে পারে কমিশন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের সিইও হিসাবে দায়িত্ব নেন আরিজ আফতাব। ওই পদে তিনি প্রায় আট বছর ছিলেন। ২০১৯, ২০২৪ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালে রাজ্যের বিধানসভা ভোট পরিচালনা করেছেন আরিজ। মঙ্গলবার অবসর নিচ্ছেন তিনি। ঘটনাচক্রে, সিইও হিসাবে আরিজের নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় নবান্নের পাঠানো দুটো তালিকা বাতিল করেছিল কমিশন। তৃতীয় প্যানেল থেকে আরিজকে বেছে নিয়েছিল কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement