Murder

মা ও আড়াই বছরের ছেলেকে কুপিয়ে খুন ঢোলাহাটে, সম্পর্কে টানাপড়েন বলে সন্দেহ

প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে এই খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৩:৫৩
Share:

নিজস্ব চিত্র

রাতের অন্ধকারে মা ও আড়াই বছরের পুত্র সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। খুন করে শিশুর মৃতদেহ পুকুরে ফেলে দেয় তারা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার নেতাজী গ্রাম পঞ্চায়েতের বাংলার মোড় এলাকায়। রাতেই খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম মঞ্জু্য়ারা বিবি (৩১) ও মীজানুর পাইক (২.৫)। মঞ্জুয়ারার স্বামী আনোয়ার হোসেন পাইকের দুই বিয়ে। মঞ্জুয়ারা দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষের সঙ্গে বিবাদের জেরে এই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মঞ্জুয়ারা তাঁর আড়াই বছরের শিশুকে নিয়ে নিজের ঘরেই শুয়ে ছিলেন। পাশের ঘরে ছিল তাঁর বড় ছেলে ১০ বছরের মিরাজ হোসেন পাইক। আচমকা চার দুষ্কৃতী মুখে কালো কাপড় জড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে মঞ্জুয়ারা ও তাঁর শিশুপুত্রকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। এর পর নিহত শিশুর দেহটি বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতেই ঘুম ভাঙতেই মিরাজ দেখে পাশের ঘরেই পড়ে রয়েছে মায়ের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ভিড় জমান প্রতিবেশীরা। ঢোলাহাট থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ঘরের মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধার হয়। নিহত শিশুর দেহটি পাওয়া যায় বাড়ির পাশের পুকুরে। শুক্রবার মৃতদেহ দু’টির ময়নাতদন্ত হবে কাকদ্বীপ পুলিশ মর্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement