Blast

বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পরেও থমথমে বাসন্তীর গ্রাম, পুলিশের টহলদারি, যেতে পারে ফরেন্সিক দল

বিস্ফোরণের পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও থমথমে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ৮ নম্বর তিতকুমার গ্রাম। ঘটনাস্থলে জারি রয়েছে পুলিশি টহলদারি। ঘিরে রাখা হয়েছে বিস্ফোরণস্থল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাসন্তী শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৭
Share:

ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বাসন্তী থানার পুলিশ। — ফাইল চিত্র।

বিস্ফোরণের পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও থমথমে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ৮ নম্বর তিতকুমার গ্রাম। ঘটনাস্থলে জারি রয়েছে পুলিশি টহলদারি। ঘিরে রাখা হয়েছে বিস্ফোরণস্থল। সোমবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করতে পারে ফরেন্সিক দল।

Advertisement

শনিবার বাসন্তীর ওই গ্রামে বিস্ফোরণের ঘটনা নিয়ে উঠছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তৃণমূলের একটি অংশের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল করার তোড়জোড় শুরু করেছে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুল খানের দলবল। আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাবিবুল্লা খান এই অভিযোগ করেছিলেন ঘটনার পর পরই। যদিও মঞ্জুলের দাবি, ওই কাণ্ডের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছিলেন তিনি। ওই বিস্ফোরণের পর থেকে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘেঁষতে দেওয়া হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি এলাকায় টলছে পুলিশি টহলদারিও।

রবিবার রাতভর এলাকায় পুলিশি অভিযান চালানো হয়। এ কথা জানিয়েছেন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় ধৃত ২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই কাণ্ডে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে তাও। বিস্ফোরণে জখম ৩ জন ভর্তি রয়েছেন এম আর বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে আহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement