Christmas Tree Decoration

খুদের বায়নায় কিনেছেন বড় মাপের ক্রিসমাস ট্রি, গাছের ‘অলঙ্কার’ তৈরি করতে পারেন বাড়িতেই

বড়দিন এসেই গেল। খুদের আবদারে ক্রিসমাস ট্রি কিনেছেন, এ বার তাকে সঙ্গে নিয়ে তৈরি করে ফেলুন গাছের সাজসজ্জা। সামান্য জিনিস দিয়েই দিব্যি সাজিয়ে ফেলা যাবে ক্রিসমাস ট্রি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩
Share:

ক্রিসমাস ট্রি সাজান খুদের সঙ্গে হাত মিলিয়ে। বাড়িতেই তৈরি করুন গাছ সাজানোর ‘অলঙ্কার’। ছবি: সংগৃহীত।

ইউটিউবে নানা দেশের ভ্লগ দেখে খুদের বায়না, বাড়ি সাজাতে হবে ক্রিসমাস ট্রি দিয়ে। তা-ও বড় একটা ট্রি। থাকবে সান্টা বুড়ো। থাকবে উপহারের ডালিও। বন্ধুদের ডেকে পার্টিও হবে।

Advertisement

সন্তানের আবদার পূরণে বাড়িতে ক্রিসমাস ট্রি এনেই ফেলেছেন। তবে সেই গাছের সজ্জা কিন্তু বাজার থেকে না কিনে খুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই। প্রয়োজনে ডেকে নিতে পারেন খুদের বন্ধুদেরও। নিজের হাতে কোনও জিনিস তৈরি করতে পারলে উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে উঠবে। হাতের কাজ শিখবে ছোটরাও।

দারচিনি: হেঁশেলের দারচিনি দিয়েই সেজে উঠতে পারে ক্রিসমাস ট্রি। তবে লম্বা, একটু গোলাকার দারচিনি বেছে নিতে হবে। আঠা দিয়ে দারচিনি জুড়ে ছোট একটা ত্রিভুজের মতো ক্রিসমাস ট্রি বানাতে পারেন, কিংবা কোনও ষড়ভুজ। আবার দারচিনির সঙ্গে ফিতে বেঁধে বো তৈরি করে নিতে পারেন। তাতে গাছের সবুজ পাতা জুড়ে এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন। দারচিনি দিয়ে পছন্দের নানা জিনিস করে ক্রিসমাস ট্রি-র ডালপালায় ঝুলিয়ে দিতে হবে।

Advertisement

দারচিনি কেটে, জুড়ে নানা রকম নকশা করে ঝুলিয়ে দিতে পারেন ক্রিসমাস ট্রিয়ে। ছবি: ইউটিউবের সৌজন্যে।

দড়ি, উল: একটি কাঁটা চামচে সবুজ উল কয়েক বার পেঁচিয়ে নিন। একটু মোটা হলে উলটি যে ভাবে পেঁচিয়েছেন সেই ভাবে বার করে নিন। উলের দুই প্রান্তে গিঁট বেঁধে দিন। জিনিসটি দেখতে কিছুটা আয়তাকার হবে। এ বার প্রান্তগুলি কাঁচি দিয়ে কেটে ফেলুন। দেখতে হবে সবুজ ফুলের মতো। সাতটি ফুল ক্রিসমাস ট্রির মতো আঠার সাহায্যে জুড়ে, পুঁতি এবং সুতো দিয়ে ঝুলিয়ে দিন। গোলাকার প্লাস্টিকের চাকতিতে রঙিন উল, সুতো পেঁচিয়ে নকশা করে তা পুঁতি দিয়ে সাজাতে পারেন। প্লাস্টিকের ছোট ছোট বল রঙিন উল দিয়ে পেঁচিয়ে তাতে পুঁতি, ফিতের বো আটকে ঝুলিয়ে দিলে দেখতে ভাল লাগবে।

উল দিয়ে বানিয়ে ফেলা যায় এমন ক্রিসমাস ট্রি। ছবি: ইউটিউবের সৌজন্যে।

কাগজ দিয়ে নকশা: একটু মোটা ধরনের গ্লিটারি কাগজ রোল করে নিন। অনেকগুলি রোল আঠা দিয়ে জুড়ে ছোট ক্রিসমাস ট্রি বানিয়ে নিন। প্রতিটি গোলের মধ্যে সাদা পুঁতি আঠা দিয়ে বসিয়ে নিন। উপরে একটু চকচকে তারা জুড়ে সুতো দিয়ে ঝুলিয়ে দিন। ছোট ছোট বলের উপর বিভিন্ন রঙের নকশা করা কাপড় আঠা দিয়ে আটকে উপরে বো বেঁধে দিন। ক্রিসমাস ট্রি সাজিয়ে তোলার ক্ষেত্রে এগুলিও হবে নজরকাড়া।

কাগজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ক্রিসমাস ট্রি সাজানোর অলঙ্কার। ছবি: ইউটিউবের সৌজন্যে।

পশুপাখির নকশা: খুদের খেলার জন্য রকমারি রঙের মডেলিং ক্লে পাওয়া যায়। সেই ক্লে বেলন দিয়ে বেলে পশুপাখির মতো দেখতে কুকি কাটার দিয়ে নকশা করে নিন। পুঁতি, রঙিন পেন দিয়ে তাতে খুদেকে ইচ্ছেমতো কারুকাজ করতে বলুন। তার পর সুতো দিয়ে ঝুলিয়ে দিন। খুদের জন্য এই কাজ ভীষণ মজার হবে।

এই ভাবে ক্লে দিয়ে বানাতে পারেন পশুর আকৃতি। ছবি: ইউটিউবের সৌজন্যে।

উপহারের বাক্স: রঙিন কাগজ দিয়ে বাড়িতেই ছোট-বড় উপহারের বাক্স বানিয়ে ফেলতে পারেন। আবার কিনেও আনতে পারেন। তার মধ্যে ভরে দিন শিশুদের পছন্দের জিনিস। লজেন্স, পেনসিল কাটার কল, স্টিকার, রাবার, ছোট সান্টা-সহ নানা রকম জিনিস উপহার হিসাবে সেই বাক্সে রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement