Jaipur Accident

ঝলসানো শরীর নিয়ে হাঁটছিলেন, জয়পুরে বিস্ফোরণে জখমকে উদ্ধার না করে তোলা হল ছবি!

শুক্রবার ভোরে জয়পুর-অজমের হাইওয়েতে সিএনজি ট্যাঙ্কারে একটি ট্রাক ধাক্কা মারতেই বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আঁচ ৩০০ মিটার দূরত্বে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯
Share:

জয়পুরের বিস্ফোরণে পুড়ে যাওয়া ট্রাক। ফাইল চিত্র।

রাজস্থানের জয়পুরে ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় ঝলসে গিয়েছিল তাঁর শরীরের বেশির ভাগটাই। চার দিকে যখন বাঁচার এবং বাঁচানোর হুড়োহুড়ি চলছে, ঝলসানো শরীর নিয়েই ৬০০ মিটার পথ হাঁটলেন এক যুবক। অভিযোগ, উদ্ধারে এগিয়ে আসেননি কেউই। বরং পথচারীরা তাঁকে ওই অবস্থায় দেখে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিলেন।

Advertisement

পেশায় এক জন মোটর মেকানিক ওই যুবক। প্রতি দিনের মতো শুক্রবার জয়পুর-অজমের হাইওয়ে ধরে মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় পেট্রল পাম্পের কাছে সিএনজি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণের জেরে ঝলসে গিয়েছিলেন ওই যবুক। ঝলসে গিয়েছিলেন আরও অনেকেই। কারও মৃত্যু হয়েছে, কেউ আবার সঙ্কটজনক। তাঁদের মধ্যে মোটর মেকানিক এই যুবকও রয়েছেন।

তাঁর ভাই জানান, শুক্রবার ভোর ৫টা ৫০ মিনিটে ফোন আসে যে, জয়পুরে বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে তাঁর দাদা আহত হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন তাঁর দাদা ঝলসানো শরীর নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন আর বাঁচানোর আর্তি জানাচ্ছেন। কিন্তু কেউই এগিয়ে আসেননি। পথচারীরা ওই দৃশ্যের ছবি তুলতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। আহত যুবকের ভাই জানান, দাদাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তিনি এবং তাঁর কয়েক জন সঙ্গী। যুবকের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। যুবকের শরীরের ৮৫ শতাংশ ঝলসে গিয়েছে বলে জানান তাঁর ভাই।

Advertisement

শুক্রবার ভোরে জয়পুর-অজমের হাইওয়েতে সিএনজি ট্যাঙ্কারে একটি ট্রাক ধাক্কা মারতেই বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আঁচ ৩০০ মিটার দূরত্বে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক। পুড়ে গিয়েছে ৪০টিরও বেশি গাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement