Viral Video

বাইক চালিয়ে বধূবেশেই বেরোলেন বর খুঁজতে, তরুণীর কাণ্ড দেখে হইচই সমাজমাধ্যমে

বাইকের পিছনে কেউ বসে নেই। বধূবেশেই রাস্তায় বর খুঁজতে বেরিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তরুণীর এই কাণ্ডের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় একের পর এক গাড়ি ছুটে চলেছে। বাইক নিয়ে সেই রাস্তায় নেমে পড়েছেন এক তরুণী। পরনে লাল লেহঙ্গা তাঁর। মাথায় ওড়না দিয়ে বাইক চালাচ্ছেন তিনি। বাইকের পিছনে কেউ বসে নেই। বধূবেশেই রাস্তায় বর খুঁজতে বেরিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তরুণীর এই কাণ্ডের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ইটজ়টুবা৪৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তরুণীর নাম টুবা পাশা। পেশায় নেটপ্রভাবী তিনি। নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল লেহঙ্গা পরে টুবা বাইক চালাচ্ছেন। ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।

ভিডিয়োর সঙ্গে বেজে চলেছে ‘বম্বাই সে গয়ি পুনা’ গানটি। নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত ‘হম হ্যায় রাহি প্যার কে’ ছবির। অলকা যাগ্নিক গেয়েছিলেন গানটি। সেই গানটিই অনবরত বেজে চলেছে ভিডিয়োয়। তরুণীর বধূবেশে বাইক চালানোর মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন পথযাত্রীদের অনেকেই।

Advertisement

ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মনে করেছেন যে, বিয়ের মণ্ডপ থেকে চলে এসেছেন সেই তরুণী। আবার অধিকাংশের দাবি, বাইক চালিয়ে রাস্তায় বর খুঁজতে নেমে পড়েছেন তিনি। আসলে তরুণী মাঝেমধ্যেই এই ধরনের ভিডিয়ো তৈরি করেন। নানা ধরনের জমকালো পোশাক পরে বাইক চালাতে দেখা যায় তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement