ছবি: সংগৃহীত।
বাঘকে একেবারে চোখের সামনে থেকেই দেখবেন পর্যটকেরা। গাড়ি করে সাফারি করতে তাই জঙ্গলের অনেকটাই ভিতরে চলে গিয়েছিলেন তাঁরা। ঢিলছোড়া দূরত্বে তাঁরা দেখতে পেলেন বাঘের শিকার করা। হরিণ শিকার করে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে বাঘটি। সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করার লোভ ছাড়তে পারলেন না কেউই। কেউ কেউ আবার সেই মুহূর্তে বাঘকে কোনও রকমে ক্যামেরার লেন্সের ভিতর রেখে নিজস্বীও তুলে ফেললেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে কটাক্ষের শিকার হন তাঁরা।
সম্প্রতি রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে এই ঘটনাটি ঘটেছে। তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাঘের শিকার করার ভিডিয়ো পোস্ট করা হয়। পর্যটকদের নিয়ে জঙ্গল সাফারি করার সময় যে এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও জানানো হয়। তবে ভিডিয়োটি দেখে সমালোচনার ঝড় ওঠে নেটপাড়ায়। বন্যপ্রাণী সংরক্ষণকারীদের একাংশ প্রতিবাদে মুখর হন। তাঁদের দাবি, বন্য জন্তুদের জন্য জঙ্গলও নিরাপদ নয়। তারা নিজেদের মতো চলাফেরা করতে পারে না।
সাফারি করানোর জন্য জঙ্গলের বেশি গভীরে প্রবেশ করাও অনুচিত বলে দাবি করেছেন তাঁরা। পর্যটকেরাও ছবি, নিজস্বী তুলবেন বলে বন্যপ্রাণীদের কাছাকাছি যেতে চান। এর ফলে পর্যটকদেরও প্রাণ সংশয়ের ভয় রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর সমাজমাধ্যমের পাতা থেকে সেই ভিডিয়ো সরিয়ে দেওয়া হয়।