Viral Video

সাফারিতে বিপদ! জঙ্গলের মধ্যে পর্যটকদের গাড়ি দেখে তেড়ে এল জলহস্তী, বসাল কামড়ও, তার পর…

সাফারি করতে গিয়ে জলহস্তীর দেখা পান তাঁরা। হেলেদুলে তাঁদের গাড়ির দিকে এগিয়ে আসছিল জলহস্তীটি। চালক গাড়িটি ছোটানো শুরু করলে তাঁদের তাড়া করে দৌড়তে শুরু করে জলহস্তী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:২৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ধীর পায়ে হেলেদুলে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল একটি জলহস্তী। সাফারি করতে গিয়ে সেই জলহস্তীটিকে দেখতে পান পর্যটকেরা। গাড়িটিকে সামনে দেখতে পেয়ে ধীরে ধীরে সে দিকে হাঁটা শুরু করে জলহস্তী। বিপদ বুঝে গাড়ির ইঞ্জিন চালু করেন চালক। যখনই তিনি জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি ছোটাতে শুরু করেন, তখনই সেই গাড়ির পিছনে ধাওয়া করে জলহস্তীটি। চোখমুখ দেখে মনে হয় যেন রেগে আগুন হয়ে রয়েছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘লেটেস্ট সাইটিংস’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার মানইয়োনি প্রাইভেট গেম রিজ়ার্ভে বন্ধুদের সঙ্গে সাফারি করতে গিয়েছিলেন ক্যাথেরিন গিলসন স্টিভ এবং রিচার্ড টেকম্যান। সাফারি করতে গিয়ে জলহস্তীর দেখা পান তাঁরা। হেলেদুলে তাঁদের গাড়ির দিকে এগিয়ে আসছিল জলহস্তীটি। চালক গাড়িটি ছোটানো শুরু করলে তাঁদের তাড়া করে দৌড়তে শুরু করে জলহস্তী। ক্রমশ তার দৌড়নোর গতি বাড়তে থাকে।

গাড়ির একেবারে কাছে পৌঁছে যেতেই হাঁ করে কামড়ে ধরার চেষ্টা করে সে। গাড়ির পিছনের দিকে কামড়ে ধরেও ফেলে সে। জলহস্তীর কাণ্ড দেখে চিৎকার করতে শুরু করেন পর্যটকেরা। কিন্তু তত ক্ষণে গাড়ির গতি আরও বাড়িয়ে দেন চালক। জঙ্গলের ভিতর দিয়ে ছুটতে শুরু করে গাড়িটি। জলহস্তীটি একটি গাছের তলায় চুপচাপ দাঁড়িয়ে পড়ে।

Advertisement

গাড়িটি জলহস্তীর নাগালের বাইরে চলে যেতেই পর্যটকেরা যেন প্রাণ ফিরে পান। নিজেদের মধ্যেই হাসাহাসি শুরু করে দেন তাঁরা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভয় প্রকাশ করেছেন নেটব্যবহারকারীদের একাংশ। এক নেটাগরিক বলেছেন, ‘‘আপনারা বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন। জলহস্তীটি যদি গাড়ির উপর উঠে পড়ত তা হলে আর দেখতে হত না।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘এ তো দারুণ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement