viral video of dating

রক্ত-মাংসের কাউকে পছন্দ নয়, কার সঙ্গে ডেটিংয়ে গেলেন যুবতী? রইল ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি সমাজমাধ্যমে এই ছকভাঙা ডেটিংয়ের কাহিনি প্রকাশ পেতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১০:৪১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মেলেনি কোনও পছন্দসই সঙ্গী। তাই একটি গাছের সঙ্গে ‘ডেট’ করছেন তরুণী। প্রায় দুই সপ্তাহ ধরে এই গাছটিকে নিজের সহচর বানিয়ে নিয়েছেন। তারা একই সঙ্গে সিনেমা দেখেন, বিকেলে তারা জলাশয়ের ধারে সময় কাটান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ওই তরুণী গাছটির সঙ্গে ভাবের আদানপ্রদানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করেন। যাতে গাছটির পাতায় যে কম্পন তৈরি হয় তা থেকে সংলাপ তৈরি হয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। এই ভাবেই নাকি অনুভূতির আদানপ্রদান হয়। সম্প্রতি সমাজমাধ্যমে এই ছকভাঙা ডেটিংয়ের কাহিনি প্রকাশ পেতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। গাছের সঙ্গে তরুণীর ভাব বিনিময়ের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে এক্স সমাজমাধ্যমে। ‘কুইন অগি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োয় দেখা দিয়েছে, মাঝারি উচ্চতার একটি গাছের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন ওই আমেরিকান তরুণী। যে হেতু এই ধরনের ডেটিং দেখতে কেউই অভ্যস্ত ছিলেন না, তাই প্রথম প্রথম বাইরে যেতে তিনি অস্বস্তি বোধ করতেন। পরে তিনি এক জন মনোবিদের সঙ্গে কথা বলেন, যাতে তিনি তাঁর সঙ্গীর সঙ্গে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। সেই মনোবিদের পরামর্শ মেনেই তাঁরা একান্তে সমুদ্র সৈকতে কয়েক দিন কাটিয়েও এসেছেন। মাঝে মাঝে তাঁদের মধ্যে মান অভিমানের পালাও চলে বলে জানিয়েছেন ওই তরুণী। সেই অভিমান কাটাতে গাছটিকে নিয়ে নৈশভোজে যান তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ৭০ লক্ষ বার দেখা হয়েছে। ২১ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। তবে ঘটনাটি সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। কী ভাবে এক জন রক্ত-মাংসের মানুষ একটি গাছকে নিজের সঙ্গী ভাবতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement