Viral Video

টুপি লুকিয়ে টুপি পরানো হাতির! হাত পেতে মাটিতে বসেও পড়লেন তরুণ, ‘জাদু’ দেখাল গজরাজ

হঠাৎ টুপিটি শুঁড়ে পেঁচিয়ে মুখে পুরে দিল হাতিটি। তার পর অন্য দিকে মুখ ঘুরিয়ে ফেলল সে। এ দিকে তরুণের যে টুপি ফেরত চাই! হাতি যেন আবার তাঁকে টুপি ফিরিয়ে দেয়, তার জন্য বার বার অনুরোধ করতে লাগলেন তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১২:৩৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

হাতির পাশে দাঁড়িয়ে পোজ় দিয়ে ছবি তুলছিলেন তরুণ। হঠাৎ চমকে উঠলেন তিনি। তাঁর টুপি কোথায় গেল? চোখ তুলে তাকাতেই দেখলেন, হাতি তার শুঁড় দিয়ে মুখের ভিতর পুরে ফেলেছে তরুণের টুপি। মুখের ভিতর টুপি ভরে নিয়ে তার এমন হাবভাব যেন সে কিছুই জানে না। হাতির এই কাণ্ডকারখানার ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘হাব_ওয়েসিস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় হাতির পাশে দাঁড়িয়ে এক তরুণকে ছবি তুলতে দেখা যাচ্ছে। টুপি পরেছিলেন তিনি। হঠাৎ টুপিটি শুঁড়ে পেঁচিয়ে মুখে পুরে দিল হাতিটি। তার পর অন্য দিকে মুখ ঘুরিয়ে ফেলল সে। এ দিকে তরুণের যে টুপি ফেরত চাই! হাতি যেন আবার তাঁকে টুপি ফিরিয়ে দেয়, তার জন্য বার বার অনুরোধ করতে লাগলেন তরুণ। এমনকি, ঘাসের উপর হাত পেতে বসেও পড়লেন তিনি। হাত পেতে বার বার টুপিটি ফেরত চাইলেন তিনি। হাতিটিও কিছু ক্ষণ পর মুখের ভিতর শুঁড় ঢুকিয়ে বার করে দিল টুপিটি। টুপি ফেরত পেয়ে হাতির শুঁড়ে হাত বুলিয়ে দিলেন তরুণ। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘আমার কাছেও যদি এমন একটা হাতি থাকত। কী যে মিষ্টি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement