ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাথা নোয়ালে প্রত্যুত্তরে মাথা ঝুঁকিয়ে অভিবাদন করার প্রথা রয়েছে জাপানে। জাপানিরা অভিবাদনের একটি রূপ হিসাবে মাথা নত করতে অভ্যস্ত। সেই প্রথা অনুসরণ করতে শুরু করেছে চতুষ্পদ প্রাণীও। জাপানের একটি চিড়িয়াখানায় এক হরিণকে দেখা গেল এক ভারতীয় মহিলার সামনে মাথা ঝোঁকাতে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে তা ভাইরাল হয়েছে। যা দেখে মজায় মেতেছে সমাজমাধ্যম। সম্প্রতি দিব্যা নামের এক নেটপ্রভাবী সমাজমাধ্যম ইনস্টাগ্রামের পাতায় ছ়়ড়িয়ে দিয়েছেন। ‘ডিভসগ্ল্যাম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়ো পোস্ট করার পর ১ কোটি ২০ লক্ষ বার দেখা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন ভারতীয় মহিলা জাপানে নারা উদ্যানে বেড়াতে গিয়ে বিশেষ ধরণের হরিণের মুখোমুখি হয়েছেন। যারা মানুষ দেখলেই মাথা ঝুঁকিয়ে অঙ্গভঙ্গি করে। ভিডিয়োয় দেখা যাচ্ছে হরিণটির সামনে যত বার ওই মহিলা মাথা নোয়াচ্ছেন, তত বার মাথা নিচু করছে প্রাণীটি। অন্য পর্যটকদেরও একই ভাবে হরিণটি সৌজন্যের সঙ্গে বিনিময়ে মাথা নত করতে দেখা গিয়েছে ভিডিয়োটি। প্রাণীটির এই অদ্ভুত হাবভাব দেখে ভিডিয়োয় মজার মজার মন্তব্য জমা পড়েছে। এক জন লিখেছেন, ‘‘জাপানের প্রাণীরাও জানে কীভাবে ভদ্র আচরণ করতে হয়।’’ এক জন মন্তব্য করেছেন, ‘‘মানুষের চেয়ে হরিণ বেশি সুসভ্য।”