—প্রতিনিধিত্বমূলক ছবি।
দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাসনাবাদের মুরারিশা পঞ্চায়েতের গাঁড়াকপি উচ্চ বিদ্যালয়ে। ভেবিয়া-খোলাপোতা রোড অবরোধ করে বিক্ষোভ চলে। পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পরে প্রধান শিক্ষকের ঘরে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রধান শিক্ষক অবশ্য বলেন, ‘‘সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দুর্নীতি হয়ে থাকলে প্রমাণ করা হোক।’’
স্কুলে মিড ডে মিল, পোশাক-সহ নানা কারণে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিভাকদের দাবি, প্রধান শিক্ষক নির্মলেন্দু মাহাতো দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
অভিভাবক তামান্না খাতুন, ফরিদা বিবিরা বলেন, ‘‘পড়ুয়াদের সঠিক ভাবে মিড ডে মিলের খাবার দিচ্ছেন না প্রধান শিক্ষক। ভর্তি ফি বাবদ পড়ুয়াদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে।’’ ইয়াসিন মোল্লা, জুলফিকার গাজিদের কথায়, ‘‘দুর্নীতির প্রতিবাদ করতে গেলে উল্টে নানা ভাবে ভয় দেখানো হচ্ছে। প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।’’
পুলিশের কাছে এ দিন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগও জানান অভিভাবকেরা। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।