ছবি: এক্স থেকে নেওয়া।
বিদায়ের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। বরের সঙ্গে তরুণী চলে গিয়েছেন শ্বশুরবাড়িতে। নবদম্পতিকে বরণের পর শ্বশুরবাড়িতে একের পর এক অনুষ্ঠানের আয়োজন চলছে। তেমনই একটি রীতি অনুযায়ী একটি পাত্রের ভিতর আংটি খুঁজে বার করতে হত বর-বৌকে। বরের আগে আংটি খুঁজে বার করতে চাইছিলেন তরুণী। শ্বশুরবাড়ির সদস্যদের সামনে তাই বরের সঙ্গে ‘হাড্ডাহাড্ডি লড়াই’ শুরু করলেন নববধূ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুধভর্তি একটি পাত্রে হাত ডুবিয়ে রয়েছেন বর এবং বৌ। পাত্রের ভিতর কিছু একটা খোঁজার চেষ্টা করছেন দু’জনেই। কিন্তু বরের কাছে হার মানতে রাজি নন নববধূ। তাই কখনও বরের হাত চেপে ধরে, কখনও আবার তাড়াহুড়ো করে পাত্রের ভিতর খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন তরুণী। কিন্তু বার বার ব্যর্থ হচ্ছেন। বিয়ের পর দুধভর্তি পাত্রের ভিতর লুকিয়ে দিতে হয় নবদম্পতির আংটি। সেই আংটিই বরের আগে খুঁজে বার করার চেষ্টা করছিলেন তরুণী। তরুণী তাড়াহুড়ো করে আংটি খুঁজছিলেন বলে পাত্র থেকে দুধ উপচে নীচে পড়ছিল। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক বলেন, ‘‘বাপ রে! তরুণী তো কিছুতেই তাঁর বরকে জিততে দেবেন না।’’ আর এক জন বলেন, ‘‘লড়াই তো সবে শুরু হল। বিবাহিত জীবনে স্বাগত।’’