Viral Video

নিরাপদ আস্তানার খোঁজে জল পেরিয়ে চলেছে বালক, বুকে তিনটি বেড়াল! রইল পুচকে নায়কের ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জলে থইথই করছে রাস্তা। সেই রাস্তা দিয়ে হাঁটুজল পেরিয়ে এগিয়ে চলেছে একটি বালক। তার সঙ্গে তিনটি বেড়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক হাতে ঝুলছে ব্যাগ, বুকের মধ্যে আঁকড়ে ধরা তিনটি বেড়াল। এত কিছু নিয়ে হাঁটুজল পেরিয়ে হেঁটে চলেছে একটি বালক। সম্প্রতি মালয়েশিয়ার এ রকমই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃষ্টির কারণে বিধ্বস্ত মালয়েশিয়া এবং তাইল্যান্ডের দক্ষিণ ভাগ। সেই অঞ্চলে ঘটে চলা প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু মানুষ প্রাণও হারিয়েছেন। এমন কঠিন সময়ে সাহসী বালকের সহমর্মিতার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে যেন ভালবাসার প্রতি বিশ্বাস ফিরিয়ে এনেছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অলনাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জলে থইথই করছে রাস্তা। সেই রাস্তা দিয়ে হাঁটুজল পেরিয়ে এগিয়ে চলেছে একটি বালক। তার সঙ্গে তিনটি বেড়াল। তিন বন্ধুকে বুকে জাপটে ধরে রেখেছে সে, যাতে তারা জলে পড়ে না যায়। ভীত বেড়ালগুলি জলে পড়ে যাওয়ার আতঙ্কে মিউ মিউ করছে। বালকটির এক হাতে সাদা রঙের একটি ব্যাগ ঝুলছে। হাঁটুসমান জলও ছেলেটিকে অসহায় প্রাণীদের রক্ষা করা থেকে আটকাতে পারেনি। জলমগ্ন রাস্তা পেরিয়ে শেষে সে গিয়ে পৌঁছয় রাস্তার অপর পাশে। সেখানে জল জমে ছিল না। বালকটির বাড়ির লোকেরা সেখানেই তার জন্য অপেক্ষা করছিল। তাদের মধ্যেই একজন ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। জলহীন রাস্তা দেখে বালকটির কোল থেকে একটি বেড়াল লাফ দেয়। তার দেখাদেখি অপর দু’টিও নেমে যায়। নিরাপদ স্থানে পৌঁছে মুক্তির আনন্দে বেড়াল তিনটি এ দিক-ও দিক ছুটে বেড়ায়।

‘মাইগসিপ.কম’ নামক ফেসবুক পেজ থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে চার লক্ষ বার ভিডিয়োটি দেখেছেন নেটাগরিকেরা। ১২ হাজারেরও বেশি অনুরাগী ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement