ছবি: সংগৃহীত।
বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। মোট শূন্যপদ ১০৮। জিয়োলজিস্ট, জিয়োফিজ়িসিস্ট, অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কর্মী প্রয়োজন।
কারা আবেদন করতে পারবেন?
জিয়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে জিয়োলজিস্ট, জিয়োফিজ়িস্টিস্ট পদের চাকরির জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের মেকানিক্যাল, কেমিক্যাল, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর।
নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
মাসে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্য ১,০০০ টাকা। ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।