সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
বুধবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ভারত প্রথম একাদশ ঘোষণা করবে টসের পর। কিন্তু টসের বেশ কয়েক ঘণ্টা আগে প্রথম একাদশের এক ক্রিকেটারের নাম জানিয়ে দিলে সূর্যকুমার যাদব। তাঁর নাম সঞ্জু স্যামসন। সঞ্জুর উপর ভরসা করছেন অধিনায়ক।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে শেষ পাঁচটি ম্যাচে তিনটি শতরান করেছেন সঞ্জু। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বিজয় হজারে খেলেননি তিনি। সেই কারণে সঞ্জুর উপর ক্ষুব্ধ কেরল ক্রিকেট সংস্থা। রাজ্য সংস্থা তাঁর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু সঞ্জুর উপর বিন্দুমাত্র সংশয় নেই সূর্যের।
ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সূর্য বলেন, “এখন উইকেটরক্ষক নিয়ে কোনও প্রশ্ন নেই। শেষ ৭ থেকে ১০টা ম্যাচে সঞ্জু যা খেলেছে তাতে ওকে নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। ও প্রথম পছন্দ। টি-টোয়েন্টিতে প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। সেই দক্ষতা ওর আছে। সুযোগ কাজে লাগিয়েছে সঞ্জু। ওকে নিয়ে আমি খুব খুশি।” সূর্যের কথা থেকে স্পষ্ট, ধ্রুব জুরেল দলে থাকলেও প্রথম একাদশে খেলবেন সঞ্জু।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তার পর থেকে ওপেনার হিসাবে জায়গা পেয়েছেন সঞ্জু। সেই সুযোগের পুরো ব্যবহার করেছেন তিনি। ১২টি ম্যাচে ৪৭১ রান করেছেন। ৪২.৮১ গড় ও ১৮৯.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। সঞ্জুর প্রশংসা শোনা গিয়েছে কোচ গৌতম গম্ভীরের মুখেও। এ বার সূর্য জানিয়ে দিলেন, সঞ্জুই তাঁদের প্রথম পছন্দ।