Viral Video

চলার পথে দাঁড়িয়ে যুবক, অভিনব কায়দায় সরে যাওয়ার নির্দেশ দিল গজানন! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধার ঘেঁষে একটি হাতি হেলেদুলে হাঁটতে হাঁটতে আসছে। দেহের চলনের সঙ্গে তাল মিলিয়ে শুঁড়টিও দুলে চলেছে। তার চলার পথে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন এক জন যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:৪৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে মাঝেমধ্যেই দেখা যায় ক্রুদ্ধ হাতিদের নানা ভিডিয়ো। কখনও তারা লোকালয়ে এসে ভাঙচুর করে, কখনও আবার ফসল খেয়ে নেয়। হাতিকে তাই ভয় পান অনেকেই। কিন্তু গজানন কি এতই ভয়ঙ্কর? হয়তো না। কিছু মানুষের মনে বিশাল আকারের এই পশুকে নিয়ে থাকা ভ্রান্ত ধারণাগুলি বদলে দেবে সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া মজার এই ভাইরাল ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধার ঘেঁষে একটি হাতি হেলেদুলে হাঁটতে হাঁটতে আসছে। দেহের চলনের সঙ্গে তাল মিলিয়ে শুঁড়টিও দুলে চলেছে। তার চলার পথে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন এক যুবক। তিনি হাতিটির দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকায় বিশাল প্রাণীটির আগমনবার্তা আগে থেকে বুঝতে পারেননি। যুবকটিকে তার চলার পথের মাঝখান থেকে সরানোর জন্য হাতিটি একটি মজার উপায় খুঁজে নেয়। যুবকের পিছনে অল্প লাফিয়ে পা দিয়ে ধুলো উড়িয়ে তার আগমনের কথা বুঝিয়ে দেয়। আনমনে থাকা যুবক আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকাতেই চমকে যান। এক লাফে রাস্তার অন্য প্রান্তে চলে যান তিনি। চলার পথ ফাঁকা হতে গজানন আর অন্য কোনও দিকে মন না দিয়ে আবারও দুলকি চালে হাঁটতে হাঁটতে চলে যায়।

‘নেচার ইজ় আমেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটিকে ভাগ করে নেওয়া হয়েছে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে সেটিও স্পষ্ট নয়। গজাননের এই মজার চাল ইতিমধ্যেই নেটাগরিকদের মনে জায়গা করে নিয়েছে। এক জন নেটাগরিক সেই পোস্টে মন্তব্য করেছেন, ‘‘অবোলা এই হাতির থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘এই কারণেই হাতি আমার প্রিয় পশু। তাদের দয়ার কোনও তুলনা হয় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement