Viral Video

ফণা তুলে নেউলের দিকে এগিয়ে গেল গোখরো, তীক্ষ্ণ দাঁতে সাপের ‘টুঁটি’ ধরল চিরকালীন শত্রু! তার পর....

সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে সাপ-নেউলের ধুন্ধুমার লড়াইয়ের ভিডিয়ো। নেউলের দিকে তাক করে এগিয়ো গেল বিষধর গোখরো। কিন্তু কিছু বোঝার আগেই তার গলায় কামড় বসাল নেউলটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১০:২১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সাপে-নেউলে এক বার ঝামেলা শুরু হলে, সাধারণত সেই ঝামেলা শেষ হয় তাদের মধ্যে কারও এক জনের মৃত্যু দিয়ে। নেউলের শত্রু সাপটি যতই বিষধর হোক না কেন, নেউল তাকে জব্দ করার জন্য উঠেপড়ে লাগে। ‘যুদ্ধের ময়দান’ ছেড়ে সহজে পালায় না। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তেমনই এক সাপ-নেউলের ধুন্ধুমার লড়াইয়ের ভিডিয়ো। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফণা তুলে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে একটি বিষাক্ত গোখরো। তার প্রতিপক্ষ একটি নেউল। সে-ও সাপকে ধরাশায়ী করার জন্য প্রস্তুত। হঠাৎই ফণা তুলে এগিয়ে গেল গোখরো। দু’বার ছোবল মারার চেষ্টা করেও ব্যর্থ হল সে। একটিও ছোবল লাগল না নেউলের গায়ে। নেউলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। গায়ের জোর দেখানোর জন্য সে-ও এগিয়ে এল। গোখরোর মাথার দিকে লক্ষ্য স্থির রেখে ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর। কামড় বসাল সাপটির মাথায়। যেন ‘টুঁটি’ টিপে ধরল সাপটির। এক কামড়েই সাপটি নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু নেউল তার দাঁতের বাঁধন হালকা করেনি। বরং রাগে দাঁতের মাঝে গোখরোর মাথা আরও শক্ত করে চেপে ধরে সে। আর মাথা তুলতে পারেনি বিষধর গোখরোটি। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রাক্তন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। ইতিমধ্যেই প্রায় ৪৬ হাজার বার সেই ভিডিয়ো। ভিডিয়োটিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বহু নেটাগরিক নেউলের রনকৌশলের প্রশংসা করেছেন। অনেকে আবার গোখরোর করুণ পরিণতি দেখে দুঃখও প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement