ICC Champions Trophy 2025

রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে কারা? বুমরাহ, বিরাট, পন্থের জায়গা হল কি?

ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। বাকি দলগুলির ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তা হলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে ওখানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:৫৬
Share:

(বাঁ দিক থেকে) বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত। ১৫ জনের দলে অধিনায়কত্ব করবেন যে রোহিত শর্মা, তা এক দিন আগে শুক্রবারই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার রোহিত এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে ভারতের দল ঘোষণা করলেন।

Advertisement

ভারতের এক দিনের দলে প্রথম বার ডাক পেলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে অভিষেক হতে পারে তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে দেখে নেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রোহিতের সঙ্গে ওপেন করার জন্য শুভমন গিল রয়েছেন। তিনি দলের সহ-অধিনায়ক। তৃতীয় ওপেনার হিসাবে থাকবেন যশস্বী।

তিন নম্বরে খেলার জন্য বিরাট কোহলি রয়েছেন। সেই সঙ্গে শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুলের মতো ব্যাটারকে দলে রাখা হয়েছে। উইকেটরক্ষক হিসাবে দলে ঋষভ পন্থ রয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে রাহুলের উপর ভরসা রাখছে দল।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে একাধিক অলরাউন্ডারকে নেওয়া হয়েছে। হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলের সঙ্গে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকেও। হার্দিক যেমন দলের তৃতীয় পেসারের ভূমিকা পালন করতে পারবেন, তেমনই জাডেজা, অক্ষরকে সামলাতে হবে স্পিনারের দায়িত্ব। সুযোগ পেতে পারেন ওয়াশিংটনও।

বোলারদের মধ্যে স্পিনার হিসাবে রয়েছেন শুধু কুলদীপ যাদব। তিন পেসার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে ভারত। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং আরশদীপ সিংহের উপর থাকবে পেস বিভাগের দায়িত্ব।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু এই প্রতিযোগিতা। ভারত গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। বাকি দলগুলির ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তা হলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে ওখানে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আরশদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়সওয়াল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement