ছবি: সংগৃহীত।
জঙ্গলের মধ্যে ধুন্ধুমার লড়াই গন্ডার এবং মহিষের। গন্ডারের শিংয়ের গুঁতোয় একেবারে শূন্যেই উড়ে গেল প্রতিপক্ষ। তার পর পালাল ল্যাজ তুলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জঙ্গলের মধ্যে একে অপরের সঙ্গে লড়াইয়ে মত্ত একটি বিশালাকার গন্ডার এবং একটি মহিষ। পরস্পর পরস্পরকে গুঁতিয়ে চলেছে মাথা দিয়ে। তবে সে যুদ্ধ বেশি ক্ষণ চলল না। গন্ডারের একটি শিংয়ের মোকাবিলা করতে পারল না মহিষের দুটি শিং। গন্ডারের শিংয়ের গুঁতোয় শূন্যে উড়ে গেল মহিষটি। তা-ও এক বার নয়, পর পর দু’বার। দ্বিতীয় বার মাটিতে পড়ার পরেই আর লড়ার সাহস দেখায়নি সে। লেজ তুলে এলাকা থেকে চম্পট দেয় মহিষ। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।
‘নেচার ইজ় অ্যামেজিং’ এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন। চার লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে। এক নেটাগরিক লিখেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না যে গন্ডার এতটা শক্তিশালী! প্রকৃতি সত্যিই অবিশ্বাস্য।’’ অন্য একজন মন্তব্য করেছেন, “এটি সেরা যুদ্ধ। মহিষটি দাঁড়ানোর সুযোগ পায়নি।’’