Hezbollah

লেবাননে বাড়ির সামনেই গুলিতে নিহত হিজ়বুল্লা নেতা হাম্মাদি, দীর্ঘ দিন ধরে খুঁজছিল এফবিআই

কেন হিজ়বুল্লা কমান্ডারকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কেউ বা কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল হাম্মাদির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২২:২১
Share:

হিজ়বুল্লা নেতা শেখ হাম্মাদি। ছবি: সংগৃহীত।

আমেরিকার গুপ্তচর সংস্থা এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় ছিলেন। অতীতে জার্মান সংস্থার বিমানও অপহরণ করিয়েছিলেন। হিজ়বুল্লার সেই নেতা শেখ হাম্মাদিকে লেবাননে মঙ্গলবার তাঁর বাড়ির সামনেই গুলি করে খুনের অভিযোগ উঠেছে। লেবাননের সংবাদপত্র ‘আল-আখবর’ এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দু’টি গাড়িতে চেপে এসে কয়েক জন গুলি করে খুন করেন হাম্মাদিকে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হিজ়বুল্লার পশ্চিম আল-বারকা অঞ্চলের কমান্ডার ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আবার বড় ধাক্কা খেল হিজ়বুল্লা গোষ্ঠী।

Advertisement

কেন হিজ়বুল্লা কমান্ডারকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কেউ বা কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল হাম্মাদির। তার জেরেই খুন করা হয়েছে তাঁকে।

গত কয়েক দশক ধরে এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় রয়েছেন হাম্মাদি। ১৯৮৫ সালে পশ্চিম জার্মানির লুফথহানসার এয়ারলাইনসের একটি বিমান অপহৃত হয়। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন হাম্মাদি। বিমানে ১৫৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে কয়েক জন আমেরিকার নাগরিক ছিলেন। আমেরিকার এক নাগরিককে খুনের অভিযোগ উঠেছিল।

Advertisement

২০২৩ সালের অক্টোবর থেকে ইজরায়েলের সঙ্গে সংঘাত শুরু হয় হামাসের। ইজরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নাগরিকদের অপহরণ করে এই গোষ্ঠী। তার জেরে প্যালেস্টাইনে পাল্টা হামলা চালায় ইজ়রায়েল। তাদের সঙ্গে এই সংঘাতে হামাসের পাশে ছিল হিজ়বুল্লা। তার জেরে ইজ়রায়েলের সঙ্গে বার বার সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে হিজ়বুল্লা। সাম্প্রতিক কালে তাঁদের সাত জন শীর্ষপদস্থ কমান্ডার নিহত হয়েছেন। তাদের অস্ত্র, খাবারের জোগানও বন্ধ করে দিয়েছে ইজ়রায়েল। তার মধ্যে হিজ়বুল্লার আরও এক কমান্ডারকে গুলি করে খুন করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement