পুলিশের এই গাড়িতে হামলা হয়েছিল। —নিজস্ব চিত্র।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পর মুর্শিদাবাদের ডোমকল। সেখানেও পুলিশের গাড়িতে হামলা। আসামিকে নিয়ে পালাল দুষ্কৃতীরা। আটকাতে যাওয়ায় হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানোও হয়েছে এক পুলিশ অফিসারকে। বুধবার রাতের ওই ঘটনার পর তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তবে মূল অভিযুক্ত এখনও অধরা বলেই খবর পুলিশ সূত্রে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গয়না চুরির ঘটনায় রানা শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। রানাকে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছিলেন তদন্তকারীরা। অভিযোগ, সেই সময় ডোমজুড়ের বিলাসপুর ঘাটপাড়া এলাকায় অভিযুক্তের বাবা, মা-সহ এলাকার কয়েক জন পুলিশের উপর চড়াও হন। গাড়ি ভাঙচুর করে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, তাঁদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত। তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মীনা বিবির বিরুদ্ধে। ওই ঘটনার পর বুধবার রাতেই বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় ওই গ্রামে। চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন মীনাও। যদিও রানা পলাতক।
কয়েক দিন আগে গ্রামের বাসিন্দা সাহিন মণ্ডলের বাড়িতে গয়না চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রানাকে গ্রেফতার করে। আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করে নিয়েছিলেন। তাঁর কথা মতোই বুধবার রাতে সেই গয়না উদ্ধারের জন্য তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই রানার আত্মীয়স্বজন পুলিশের উপর চড়াও হন। ঘটনায় ধৃত চার জনকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয়েছে।
ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক রসপ্রীত বলেন, ‘‘ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা যুক্ত, তাদের খোঁজ চলছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।’’