—প্রতীকী ছবি।
চোখের সামনে হরিণ ঘুরে বেড়াচ্ছে। শিকার করতে পোষা ইগলকে পিছনে লাগিয়ে দিল এক ব্যক্তি। ছোঁ মেরে হরিণটিকে ধরেও ফেলল ইগলটি। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়োকে কেন্দ্র করে হইচইও পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় অনেকগুলি হরিণ ঘোরাফেরা করছে। এমন সময় সেখানে আগমন হয় এক ব্যক্তির। তাঁর বাঁ হাতে একটি ইগল বসে রয়েছে। ওই ব্যক্তিকে দেখেই হরিণগুলি দ্রুত গতিতে দৌড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পোষ্য ইগলটিকে হাত থেকে উড়িয়ে দেন। বড় বড় ডানা ঝাপটিয়ে সেটি হরিণগুলির দিকে এগিয়ে যায়। দ্রুত গতিতে গিয়ে একটি হরিণকে ছোঁ মেরে তোলার চেষ্টা করে। হরিণটিকে নিয়ে উড়তে না পারলেও তাকে শক্ত করে ধরে রেখে দেয়। হরিণটি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি সে। তত ক্ষণে ওই ব্যক্তি এসে হরিণটিকে ধরে ফেলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত ১৮ ডিসেম্বর ‘দ্য ব্রুটাল নেচার’ নামের এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় পাঁচ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকের বন্যা বয়ে গিয়েছে। অনেক অনেক মন্তব্যও করেছেন সেই ভিডিয়ো দেখে। অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই ইগল তো তা হলে ছ’-সাত বছরের শিশুকেও তুলে নিয়ে যেতে পারে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আমি কখনওই জানতাম না যে ইগল এত শক্তিশালী হতে পারে।’’