Viral Video

বিড়ালের দিকে তেড়ে গেল অজগর! পাল্টা চপেটাঘাতে পিছু হটল দৈত্যাকার সাপ, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাটির গর্তের মধ্যে ঢুকে বসে রয়েছে একটি বিড়াল। তার সঙ্গে তার দুই ছানাও রয়েছে। এমন সময় গর্তের কাছে আগমন হয় বিশালাকার এক অজগরের। বিড়ালকে দেখেই তেড়েমেড়ে যায় সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৭
Share:
Video of fight between cat and a snake goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

ছানাদের নিয়ে গর্তের মধ্যে বসেছিল বিড়াল। এমন সময় আগমন হল ভয়ঙ্কর আগন্তুকের। বিড়ালগুলির দিকে তেড়ে গেল এক দৈত্যাকার সাপ। তবে বরাতজোরে প্রাণ বাঁচাল তারা। সেই হাড় হিম করা ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাটির গর্তের মধ্যে ঢুকে বসে রয়েছে একটি বিড়াল। তার সঙ্গে তার দুই ছানাও রয়েছে। এমন সময় গর্তের কাছে আগমন হয় বিশালাকার এক অজগরের। বিড়ালকে দেখেই তেড়েমেড়ে যায় সে। তবে বিড়ালের চপেটাঘাতে খানিকটা পিছিয়ে যায় সে। এর পর একে অপরের দিকে খানিক ক্ষণ তাকিয়ে থাকে। সুযোগ পেয়ে আবার বিশাল হাঁ করে বিড়ালের দিকে তেড়়ে যায় সাপটি। কিন্তু বিড়ালটি এক লাফে গর্ত থেকে বেরিয়ে আসে। সঙ্গে বেরিয়ে আসে তার ছানারাও। বুদ্ধির জোরে প্রাণ বাঁচায় তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ৫ ডিসেম্বর ‘দ্য ব্রুটাল নেচার’ নামের এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ১৫ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকের বন্যা বয়ে গিয়েছে। বিড়ালটির সাহস এবং বুদ্ধিমত্তার প্রশংসা করতেও দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাপের থেকে বিড়াল অনেক চটপটে। আর সে কারণেই বিড়ালটির কাছে হার মেনেছে অজগর।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখলাম। সাপটিকে দেখে খুব ভয়ও পেলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement