ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হুলা হুপ নিয়ে পারদর্শিতার সঙ্গে খেলা করছে এক খুদে। তার পাশে দাঁড়িয়েছিল একটি ভালুক। কিশোরীকে দেখে সে-ও হুলা হুপ নিয়ে খেলা করতে শুরু করে দেয়। কিন্তু কিশোরীর মতো কোমর পর্যন্ত নয়, সেই ভালুকটি গলায় হুলা হুপ ঘুরিয়েই নজর কাড়ল। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘বিয়ার.ইউনিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক কিশোরী হুলা হুপ নিয়ে খেলা করছে। তাকে দেখে একটি ভালুকও মাথা দিয়ে চাকতিটি গলিয়ে দিল। গলায় চাকতি রেখে হুলা হুপটি ঘোরাতে চায় সে। কিন্তু কিছুতেই তা পারছে না ভালুকটি। বার বার হুলা হুপটি নীচে পড়ে যাচ্ছে। বার বার পা দিয়ে তা গলার কাছে তুলে নিচ্ছে ভালুকটি।
অবশেষে সে ঘাড়-গলা ঘুরিয়ে নিপুণ ভাবে হুলা হুপ ঘোরাতে সফল হল। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল। ভালুকটি যেন হুলা হুপ নিয়ে খেলা রপ্ত করে ফেলেছে।’’