Viral Video

গলায় মুক্তোর হার, আয়নায় নিজের সাজ দেখতে ব্যস্ত কুকুর! রইল ভাইরাল ভিডিয়ো

ঘরের ভিতর রাখা রয়েছে একটি আয়না। সেই আয়নার সামনে পিছনের দু’পায়ে ভর দিয়ে খাড়া দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। কুকুরটি সাইবেরিয়ান হাস্কি প্রজাতির। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই মুগ্ধ হয়ে দেখছিল কুকুরটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:১৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পোষ্যকে আদরে ভরিয়ে রাখেন তরুণী। তাকে নিয়ে ব্যস্ত‌ থাকেন তরুণীর মা-ও। ভালবেসে পোষ্যকে মুক্তোর হার উপহার দিয়েছেন তরুণীর মা। উপহার পেয়ে বেজায় খুশি কুকুরটি। মুক্তোর হার পরে কেমন লাগছে তা দেখতে আয়নার সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই হাঁ করে দেখছে কুকুরটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োয় সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘হাস্কিস.পেট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ঘরের ভিতর রাখা রয়েছে একটি আয়না। সেই আয়নার সামনে পিছনের দু’পায়ে ভর দিয়ে খাড়া দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। কুকুরটি সাইবেরিয়ান হাস্কি প্রজাতির। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই মুগ্ধ হয়ে দেখছিল কুকুরটি। তার গলায় মুক্তোর হার। গয়না পরে কেমন লাগছে তা-ই গলা উঁচু করে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে সে। তার পর আবার আয়নার সামনে ভাল করে দাঁড়িয়ে নিজেকে দেখে নেয় সে।

ভিডিয়ো থেকে জানা যায় যে, পোষ্যের মালকিনের মা কুকুরটিকে মুক্তোর হারটি উপহার দিয়েছেন। কুকুরের গলায় হারটি পরিয়েও দিয়েছেন তিনি। উপহার পেয়েই সঙ্গে সঙ্গে শোয়ার ঘরে ছুটেছে পোষ্য। নিজেকে কতটা সুন্দর লাগছে তা-ই বোঝার চেষ্টা করছিল সে। ভিডিয়োটি দেখার পর তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘কুকুরটি সাজগোজ করে ভীষণই খুশি হয়েছে মনে হয়। আয়না থেকে আর চোখ সরছে না তার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement