কলেজেই আত্মঘাতী অন্ধ্রপ্রদেশের যুবক। ছবি: সংগৃহীত।
ক্লাস থেকে ধীর পায়ে বেরিয়ে এসেছিলেন যুবক। তখনও ক্লাস শেষ হয়নি। সকলে তাই অবাক হয়েছিলেন তাঁর আচরণে। কিন্তু বিস্ময়প্রকাশের সময়ও পাননি। তার আগেই প্রচণ্ড শব্দ। চার তলার বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন যুবক। বন্ধুদের সামনেই তাঁর মৃত্যু হয়। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সব। যুবকের আত্মহত্যার দৃশ্য ধরা পড়েছে কলেজের সিসিটিভি ফুটেজে।
অন্ধ্রপ্রদেশের নারায়ণা কলেজের ঘটনা। যুবক সেখানেই ক্লাস করছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ক্লাসের মাঝখানেই হঠাৎ উঠে পড়েন তিনি। ধীরে ধীরে হেঁটে বেরিয়ে যান ক্লাসের বাইরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চার তলায় ক্লাস চলছিল। একটুও না-থেমে যুবক সেই বারান্দার পাঁচিলে উঠে পড়েন। তার পর সেখান থেকে নীচে ঝাঁপ দেন। কলেজ ক্যাম্পাস থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কলেজের চারতলার বারান্দায় যে সিসি ক্যামেরা বসানো হয়েছিল, গোটা ঘটনাটি তাতেই ধরা পড়েছে। যুবক কারও সঙ্গে কথা না-বলে আচমকা ঝাঁপ দেন। কেউ তাঁকে আটকানোর সুযোগও পাননি। ফুটেজে দেখা গিয়েছে, যুবক ঝাঁপ দেওয়ার পর ক্লাস থেকে তাঁর সহপাঠীরা ছুটে বেরিয়ে এসেছেন। কী ঘটেছে, নীচে উঁকি দিয়ে দেখছিলেন তাঁরা। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
কলেজ কর্তৃপক্ষই পুলিশকে বিষয়টি জানান। যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কী কারণে এই আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। কোনও কারণে যুবক অবসাদে ভুগছিলেন কি না, মৃত্যুর ঠিক আগে ক্লাসে কী চলছিল, যুবকের সঙ্গে কারও কোনও বচসা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ এবং যুবকের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।