ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা। সেখানে চেয়ার-টেবিল পাতা। তবে ঘরের দরজা-জানলা সবই বন্ধ। হঠাৎ ঘরের বাইরে থেকে খুটখাট শব্দ শুনতে পাওয়া যায়। আওয়াজ শুনে মনে হয়, যেন বাইরে কেউ ধাক্কা দিচ্ছে। গৃহকর্মী আওয়াজ শুনে ছুটে গেলে দেখেন, জানলার বাইরে হাজির ভয়ঙ্কর ‘অতিথি’। জানলার এক পাশ থেকে অন্য পাশে হেঁটেচলে বেড়াচ্ছে সে। বাইরে থেকে অন্দরমহলে ঢোকার আপ্রাণ চেষ্টাও করছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ফিশিং.উইথ.গাই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, জানলার উপর হাঁটাচলা করছে বিশালাকৃতির একটি সরীসৃপ। ঘরের ভিতর উঁকিঝুঁকি দিয়ে অন্দরমহলে ঢোকার চেষ্টা করছে সে। তার চলাফেরার শব্দই শোনা যাচ্ছে। জানলা বেয়ে হাঁটতে গিয়ে পা পিছলে নীচে পড়ে গেল সে। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।
ঘটনাটি ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টি এলাকায় ঘটেছে। সরীসৃপটি একটি মনিটর লিজ়ার্ড। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ঘরের ভিতর টিকটিকি দেখলে আমি ভয় পেয়ে যাই। যদি এমন দৃশ্য দেখতাম, কী জানি কী হত!’’ আবার এক জন লিখেছেন, ‘‘এমন অভিজ্ঞতা যেন আমার জীবনে না হয়।’’