Ivanka Trump's Hollywood Gown

ট্রাম্পের নাচের আসরে হলিউডের নায়িকার বৈগ্রহিক পোশাকে হাজির ইভাঙ্কা, শুরু সমালোচনা!

ইভাঙ্কা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তাঁর সাজগোজের রুচিবোধ বার বার আলোচিত হয়েছে ফ্যাশন দুনিয়ায়। সুঠাম চেহারা আর ব্যক্তিত্বের লাবণ্যের জন্য বরাবরই নজর কেড়েছেন ট্রাম্প-কন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩১
Share:

ইভাঙ্কা ট্রাম্প। ছবি : সংগৃহীত।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে বল নাচের আসর বসেছিল ওয়াশিংটন ডিসিতে। সেখানে আমন্ত্রিত ছিলেন হলিউডের তারকা অভিনেতা থেকে শুরু করে রাজনীতি এবং শিল্পজগতের বিশিষ্টরাও! অনুষ্ঠানে প্রত্যেকেই পরে এসেছিলেন কেতাদুরস্ত পোশাক-আশাক। প্রত্যেকেরই সাজ ছিল একে অপরকে টক্কর দেওয়ার মতো। তবে যাঁর সম্মানে অনুষ্ঠান সেই ট্রাম্প এবং তাঁর পরিবারের সদস্যেরা বাকিদের টেক্কা দিতে পারলেন কি না, সে দিকেও নজর ছিল ফ্যাশন-বোদ্ধাদের। দেখা গেল সবার মধ্যে আলাদা করে চোখে পড়ছেন ট্রাম্পের জ্যেষ্ঠা কন্যা ইভাঙ্কা ট্রাম্প। তাঁর পরনের সাদা-কালো গাউনটিই নজর কাড়ার কারণ।

Advertisement

ট্রাম্পের বল নাচের আসরে ইভাঙ্কা। ছবি: সংগৃহীত।

ইভাঙ্কা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তাঁর সাজগোজের রুচিবোধ বরাবার আলোচিত হয়েছে ফ্যাশন দুনিয়ায়। সুঠাম চেহারা আর ব্যক্তিত্বের জন্য বরাবরই নজর কেড়েছেন ট্রাম্প-কন্যা। তিনি কোথাও গেলে কী পোশাক পরছেন, কী ভাবে সাজগোজ করছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পত্র-পত্রিকায়। তবে বাবার সম্মানে আয়োজিত বল নাচের আসরে তাঁর গাউনটি নিয়ে আলোচনার পাশপাশি খানিক সমালোচনাও হল।

‘সাবরিনা’ ছবিতে অড্রে হেপবার্ন। ছবি: সংগৃহীত।

ইভাঙ্কা পরেছিলেন ব্রিটেনের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড জিভান্সির তৈরি একটি গাউন। কাঁধখোলা গাউনটির রং দুধসাদা। বুকের কাছে সাদার উপর কালো সুতোর নকশা করা কাজ। চাপা কোমর থেকে পোশাকের বাকি ঘেরটি লুটিয়ে পরেছে পা ছাড়িয়ে। সেই ঘেরেও সুতোর নকশা তোলা। তবে শুধু সেটুকু বললে পুরোটা বলা হয় না। ইভাঙ্কা গাউনের একটি নেপথ্যকাহিনিও আছে। হুবহু একই দেখতে একটি গাউন ৭০ বছর আগে পরেছিলেন হলিউডের বৈগ্রহিক নায়িকা অড্রে হেপবার্ন। যিনি অভিনেত্রী ছাড়াও পরিচিত একজন মানবাধিকার কর্মী হিসাবে। সে যুগে মহিলা এবং শিশুদের অধিকার নিয়ে কথা বলতেন অড্রে। ইউনিসেফের আন্তর্জাতিক দূতও ছিলেন। ট্রাম্প যে নীতিতে আমেরিকাকে চালাতে চান, অড্রে তাঁর সম্পূর্ণ বিপরীত ভাবনায় বিশ্বাসী। তিনি বরাবর পুঁজিবাদীদের বিরুদ্ধে এবং নাৎসি চিন্তাধারার বিরুদ্ধে কথা বলেছেন।

Advertisement

দু’টি গাউনের মধ্যে মিল অনেক। ছবি: সংগৃহীত।

অড্রের জনপ্রিয় ছবিগুলির একটি হল ‘সাবরিনা’। ১৯৫৪ সালে তৈরি ওই ছবিতে অড্রের পোশাক এবং সাজগোজ হলিউ়ড তো বটেই গোটা দুনিয়ার ফ্যাশনকে প্রভাবিত করেছিল। সেই ছবিতেই ওই গাউনটি পরেছিলেন অড্রে। একই গাউনে ইভাঙ্কাকে দেখে ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প- বিরোধীরা। তাঁরা বলছেন, অড্রে বেঁচে থাকলে ট্রাম্প পরিবারকে ঘৃণা করতেন। কারণ হিসাবে সমালোচকেরা বলছেন, ‘‘ট্রাম্প এবং তাঁর পরিবারের সদস্যেরা যে নীতির প্রচারক, তার সঙ্গে অড্রের ভাবনার কোনও মিল নেই।’’ ফ্যাশন দুনিয়ার অনেকে ওই গাউনের সৌন্দর্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অড্রের গাউনটি নিজে হাতে বানিয়েছিলেন পোশাকশিল্পী হুবার্ট দে জিভান্সি। যাঁর হাত ধরে জিভান্সি ব্র্যান্ডের প্রতিষ্ঠা। তাঁর তৈরি সেই পোশাক আজও বহু পোশাকশিল্পীকে অনুপ্রেরণা দেয়। ইভাঙ্কার গাউনটি প্রসঙ্গে সমালোচকেরা বলেছেন, ‘‘গাউনটি কিংবদন্তি পোশাকশিল্পীর কাজের হাস্যকর অনুকরণ মাত্র।’’ তা ছাড়া ইভাঙ্কার পোশাক চয়ন নিয়েও প্রশ্ন তুলে ফ্যাশন-বোদ্ধাদের একাংশ বলছেন, প্রেসিডেন্টের সম্মানে বল নাচের আসরে পোশাকও অনেক বার্তা দেয়। বিশেষ করে সেই পোশাক যদি নতুন প্রেসিডেন্টের পরিবারের সদস্যের হয়, তবে তা আরও প্রশ্নের মুখে পড়ে। অড্রের পরা পোশাক বেছে নেওয়ার আগে সে কথা ভাবা উচিত ছিল ইভাঙ্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement