ছবি: এক্স থেকে নেওয়া।
জুভেনাইল হোমের দরজা ভেঙে পালাল ২১ জন নাবালক। যাওয়ার আগে ভেঙে দিয়ে গেলে সিসি ক্যামেরাও। চাঞ্চল্যকর ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসার একটি জুভেনাইল হোমে ঘটেছে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মূল রাস্তার ধারে থাকা একটি জুভেনাইল হোমের দরজা ভেঙে বেরিয়ে আসছে বেশ কয়েক জন নাবালক। নিরাপত্তারক্ষীরা অনেক চেষ্টা করেও তাদের আটকাতে পারেননি। হইহই করে বেরিয়ে আসতে দেখা যায় ওই বালকদের। তাদের কারও কারও হাতে লাঠিও ছিল। মূল রাস্তায় গিয়ে বিভিন্ন জন বিভিন্ন দিকে দৌড়োতে শুরু করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জুভেনাইল হোমের নাবালকেরা পালানোর আগে হোমের সিসি ক্যামেরা-সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করেছে। পালিয়ে যাওয়া ২১ জনের মধ্যে পরে চার জনকে খুঁজে বার করে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও খবর। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পলাতকদের খুঁজে বার করতে তৎপর হয়েছে পুলিশ।
ওই ঘটনার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। পুরো বিষয়টিকে ‘নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি’ বলে দাবি করেছেন তিনি। সরকারের সমালোচনা করে এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘চাইবাসার এই ঘটনাটি প্রমাণ করে যে সরকার জুভেনাইল হোমের নামে আদতে কী করছে।’’ বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত এবং কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন বাবুলাল।