— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ধর্মীয় অনুষ্ঠানে প্যালেস্টাইনের পতাকা উড়িয়েছিলেন উত্তরপ্রদেশের সাহারানপুরের বিদ্যুৎ বিভাগের এক কর্মী। অভিযোগ এমনটাই। সেই ‘অপরাধে’ শেষমেশ তাঁকে চাকরি থেকেই বরখাস্ত করা হল! রবিবার খবরটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই।
সম্প্রতি ঘটনার একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এর পরেই সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করেছে বিদ্যুৎ বিভাগ। ওই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন বিভাগ কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই যুবক গত ৩১ মার্চ একটি ধর্মীয় উৎসবে প্যালেস্টাইনের পতাকা উড়িয়েছিলেন বলে জানা গিয়েছে। এই কাজ ‘দেশবিরোধী’, তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের এক ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার সংবাদ সংস্থাকে বলেন, ‘‘এই কাজটি নিঃসন্দেহে দেশবিরোধী। ওই কর্মী শুধু প্যালেস্টাইনের পতাকাই ওড়াননি, বরং সেই ছবি গর্বের সঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। বিষয়টি বিভাগের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মীকে চিঠি পাঠিয়ে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’’
উল্লেখ্য, একই দিনে সাহারানপুরে একটি ভাইরাল ভিডিয়োতে আট যুবককে প্যালেস্টাইনের পতাকা ওড়াতে এবং স্লোগান দিতে দেখা গিয়েছিল। অভিযুক্ত আট জনের বিরুদ্ধেও পদক্ষেপ শুরু করেছেন সাহারানপুর কর্তৃপক্ষ। সরকারি সূত্রে জানানো হয়েছে, ভিডিয়োটিতে থাকা যুবকদের শনাক্ত করার চেষ্টা চলছে। ধরা পড়লে তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।