Gujarat

ট্রেন থেকে ছোড়া জলের বোতল এসে লাগল বুকে! আর উঠল না ১৪ বছরের কিশোর, মৃত্যু ঘটনাস্থলেই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাজকোটের শাপার-ভেরাভাল এলাকায় ঘটনাটি ঘটেছে। বাদল এবং তার এক বন্ধু বাড়ির বাগানে খেলছিল। খেলতে খেলতে কিছু ক্ষণ পরে তারা রেললাইনের কাছে চলে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৪:৫১
Share:

—প্রতীকী ছবি।

রেললাইনের কাছে খেলছিল বালক। চলন্ত ট্রেন থেকে ছোড়া জলভর্তি বোতল এসে লাগল বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হল ১৪ বছরের বালকের। মর্মান্তিক সেই ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে। মৃত বালকের নাম বাদল সন্তোষভাই ঠাকুর।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাজকোটের শাপার-ভেরাভাল এলাকায় ঘটনাটি ঘটেছে। বাদল এবং তার এক বন্ধু বাড়ির বাগানে খেলছিল। খেলতে খেলতে কিছু ক্ষণ পরে তারা রেললাইনের কাছে চলে যায়। সেই সময় ওই লাইন দিয়ে আসছিল ভেরাভাল-বান্দ্রা ট্রেন। হঠাৎই দ্রুতগামী সেই ট্রেনের একটি কামরা থাকা এক যাত্রী ভর্তি জলের বোতল রেললাইনের দিকে ছুড়ে দেন। দুর্ভাগ্যবশত বোতলটি ছিটকে গিয়ে বাদলের বুকে সজোরে আঘাত করে। তৎক্ষণাৎ জ্ঞান হারায় সে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বাদল তার বাবা-মার একমাত্র সন্তান ছিল। মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও ব্যবসার সূত্রে গত দু’বছর ধরে গুজরাতে বসবাস করছিলেন তাঁরা। জানা গিয়েছে, বাদলের মৃত্যুতে একটি মামলা দায়ের করেছে শাপার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য বাদলের দেহ রাজকোট সিভিল হাসপাতালে পাঠানো হয় বলেও খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement