Wildlife Attack

জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে দু’জনের মৃত্যু জলপাইগুড়িতে! জখম দু’জন

একই দিনে বিকেল ৩টে নাগাদ উত্তর বারঘরিয়া আপালচান্দ চেল টু-এর এলাকার বাসিন্দা সোফিয়ার রহমান (৫০) জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণের মুখে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ২৩:০২
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে দু’জনের মৃত্যু। আরও দু’জন গুরুতর আহত।

Advertisement

রবিবার সকালে বেলা ১০টায় ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ষোলোঘড়িয়া ফালঝোড়া বিট ২ সংলগ্ন এলাকায় আনন্দপুর চা বাগানের খাল লাইনের বাসিন্দা রাজেন ওরাও (৫২) জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির মুখোমুখি পড়ে যান। পালাতে না পারায় হাতি ধরে ফেলে। দাঁত দিয়ে আঘাত করার ফলে ঘটনাস্থলেই রাজেন ওরাওয়ের মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ক্রান্তি থানার পুলিশ-সহ বনবিভাগের আধিকারিকেরা ছুটে যান।

একই দিনে বিকেল ৩টে নাগাদ উত্তর বারঘরিয়া আপালচান্দ চেল টু-এর এলাকার বাসিন্দা সোফিয়ার রহমান (৫০) জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণের মুখে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দা রফিকুল মহম্মদ জানান, জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সোফিয়ার মৃত্যু হয়। তাঁর সঙ্গে আরও দু’জন মহিলা ছিলেন। দু’জনেই গুরুতর আঘাত পান। এক জনের হাত এবং এক জনের পা ভেঙে যায়। তাঁদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement