Viral Video

‘তুমি সবচেয়ে খারাপ মা, বাবাকে নতুন মা আনতে বলব’, শিশুকন্যার ‘হুমকি’র ভিডিয়ো ভাইরাল

ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শিশুটি বড় হয়ে নিজেই এই ভিডিয়ো দেখে হাসবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১২:৪০
Share:
Funny Video of little daughter complaining about her mother goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ মা। আজই বাবাকে বলব তোমাকে বাইরে বার করে নতুন মা ঘরে আনতে। কেঁদে কেঁদে এ ভাবেই জন্মদাত্রীকে ‘হুমকি’ দিতে দেখা গেল খুদে কন্যাকে। মজার সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিছানায় বসে কাঁদছে এক শিশু। চিৎকার করে মায়ের উপর রাগ প্রকাশ করছে সে। ওই শিশুকন্যাকে বলতে শোনা গিয়েছে, ‘‘তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ মা। তোমার মতো খারাপ কেউ হয় না। আজই আমি বাবাকে বলব তোমাকে যেন বাড়ির বাইরে বার করে দেয়। নতুন মা আনতেও বলব।’’ হুমকির প্রত্যুত্তরে ওই শিশুর মাকে হাসতে শোনা গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অভিমন্যু১৩০৫’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শিশুটি বড় হয়ে নিজেই এই ভিডিয়ো দেখে হাসবে।’’ অন্য এক জন আবার উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘এই বয়স থেকেই এত রাগ ভাল নয়। বাবা-মার উচিত ওকে ভাল করে বোঝানো।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement